আপনাদের জন্য আমার পক্ষ থেকে আমার ভাল লাগা একটা অ্যান্ডরয়েড অ্যাপ্পস।মিস করবেন না। ইশকুল, কলেজ এর ভাই বোনেরা না পড়ে যাবেন না।

যারা ইংলিশ কে ভয় পান। তারা অবশ্যই ভাল করে আমার লিখা টা পড়েন।

এই আভিধান টি আমার দেখা সব চাইতে বেশী হেল্পফুল। আপনার যা যা দরকার সব কিচুই আছে  এইখানে, ২৫০০০০ ওয়ার্ড যুক্ত  করা আছে অবিধান টিতে, এক্তু সময়ে নিলে দেখবেন যে

ব্যবহার করা খুব ইজি। কিছু অপশন যা অনলি এই অবিধানে ই আছে।

নিচে অপশন গুলা বর্ণনা করলাম।

i) ইংলিশ টু বাংলা।

ii) বাংলা টু ইংলিশ।

iii) ইংলিশ টু ইংলিশ বর্ণনা দেওয়া আছে।

iv) ওয়ারপেপার এ শব্দ সেট করার সুবিদা।

v) প্রিয় অ্যান্ড হিস্ট্রি শব্দ গুলা  শেয়ার করা।

vi) শেয়ার করে শব্দের অর্থ বাহির করা।

vii) প্রতিদিন একটা শব্দ সিখার খুব সুন্দর ব্যবস্থা।

সেটিং গুলা বুজার জন্য অনেক গুলা অপশন আছে। প্রতি পেইজ এই হেল্প আছে। হেল্প গুলা পড়লে সমস্যা হবার কথা না।

শব্দ শেয়ার এর অপশন টা কঠিন লাগতে পারে। তাই একটু করে বলে দিলাম।

(ওয়েব সাইট এর কোন  শব্দটির ওপর লং প্রেস করুন দেখবেন browser ওপরে শেয়ার করার অপশন এনাবল করেছে, তখন শব্দ টি বা পুরা প্যাঁরাগ্রাপ সিলেক্ট করে শেয়ার করেন অভিধান টি দিয়ে, তখন পুরা প্যাঁরাগ্রাপ ট্রান্সলেট হয়ে যাবে তখন শব্দ গুলা চাইলে অ্যাড করতে পারবেন প্রিয় শব্দের তালিকাতে)

ওয়াল পেপারে শব্দ সেট করে খুব ইজি ভাবে সিখতে পারেন কঠিন কঠিন শব্দ গুলো।

সব কন্ট্রোল করার সুবিদা। যেমন রং, সাইজ, আরও আছে অনেক অনেক সেটিং ইন্সটল না করে যাবেন না কিন্তুু।

লিঙ্ক

Level 0

আমি রাজিব মুনশি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস