Android Mobile এ নিউজ পেপার পড়ার জন্য দারুন একটি এপ্লিকেশন

অ্যান্ড্রয়েড মোবাইলে নিউজপেপার পড়ার জন্য এবার মোবাইল অ্যাপ নিয়ে আসলো মোবাইল অ্যাপ নির্মাতা কোম্পানী NR Soft BD। কাজের এই এপ্লিকেশনটির নাম All Bangla Newspapers।

আমরা মোবাইলে আপডেট নিউজপেপার পড়ার জন্য অনেক এপ্লিকেশন খোজ করে থাকি। মোবাইলে খুব সহজেই আপডেট নিউজ পড়ার জন্য এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন।

এই এপ্লিকেশনটি ব্যবহার করলে যে যে সুবিধাগুলো পাবেনঃ

১। এই এপ্লিকেশনটি অন্যান্য নিউজপেপার এপ্লিকেশন এর থেকে অনেক ফাস্ট।

২। এই এপ্লিকেশনটি ব্যবহারে নিউজ পড়ার জন্য আপনার মোবাইল ডেটা অনেক কম খরচ হবে।

৩। আপনার ইন্টারনেট কানেকশন স্লো হলেও নিউজ পড়ার জন্য কোন সমস্যা হবে না।

৪। বাংলাদেশের টপ নিউজপেপার গুলোর বিশেষ বিশেষ হেডলাইনগুলো আপনার মোবাইলে পুস নটিফিকেশন এর মাধ্যমে পেয়ে যাবেন।

৫। এই এপ্লিকেশনটিতে পাচ্ছেন ৬টি ক্যাটাগরিতে ১৮০+ নিউজ পেপার পড়ার সুবিধা।

এক নজরে ক্যাটাগরীগুলোঃ

১। জাতীয় নিউজপেপারগুলো পড়ার জন্য National Newspapers নামে একটি ক্যাটাগরীতে ২৬ টি নিউজপেপার অ্যাড করা হয়েছে।

২। ইংরেজী নিউজপেপারগুলো পড়ার জন্য English Newspapers নামে একটি ক্যাটাগরীতে ১৮ টি নিউজপেপার অ্যাড করা হয়েছে।

৩। অনলাইন নিউজপোর্টালগুলো পড়ার জন্য Online News নামে একটি ক্যাটাগরীতে ৩৪ টি নিউজপেপার অ্যাড করা হয়েছে।

৪। জেলা ভিত্তিক (অঞ্চল ভিত্তিক) নিউজপেপারগুলো পড়ার জন্য Local News নামে একটি ক্যাটাগরীতে ৭৮ টি নিউজপেপার অ্যাড করা হয়েছে।

৫। খেলার খবরগুলো পড়ার জন্য এবং খেলার লাইভ স্কোর দেখার জন্য Sports নামে একটি ক্যাটাগরীতে ১০ টি নিউজপেপার অ্যাড করা হয়েছে।

৬। কোলকাতার টপ নিউজপেপারগুলো পড়ার জন্য Kolkata News নামে একটি ক্যাটাগরীতে ১০ টি নিউজপেপার অ্যাড করা হয়েছে।

 

আর কি চাই !!!!!!!!

 

 

চমৎকার এই এপ্লিকেশনটি ফ্রি ডাউনলোড করা যাবে এখান থেকে

Level 0

আমি naimimran। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস