ব্লক সাইট ওপেন করার সুপার ফার্স্ট ভিপিএন

আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? দীর্ঘ সময় পর আপনাদের সামনে নতুন একটি টিউন নিয়ে আসলাম। আশা করি আজকের টিউনটি আপনাদের খুব কাজে আসবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মুল প্রসঙ্গে চলে যায়। গত দুইদিন থেকে বাংলাদেশে ফেসবুক, ম্যাসেঞ্জার, ভাইবার ও হোয়াটস আপ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে অনেককেই দেখছি VPN এর মাধ্যমে ব্যবহার শুরু করেছেন। কিন্তু এসব ফ্রি VPN গুলোতে সার্ভিস ভালো পাওয়া যায়না এবং শ্লো কাজ করে ও মাঝেমধ্যে ডিসকানেক্টও হয়ে যায়। আর বারে বারে কানেক্ট করাওতো একটি বিরক্তিকর ব্যাপার তাইনা? তাই আজ আমি আমার খুব পছন্দের একটি VPN আপনাদের সাথে শেয়ার করছি। সফটওয়ারটির নাম হচ্ছে Hotspot Shield VPN এটি হচ্ছে এলিট ভার্সন। যা কিনা এপস মার্কেট থেকে ডলার দিয়ে আপনাদের কিনতে হতো। কিন্তু এই ভিপিএন আমি আপনাদের দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে। আশা করছি এটি দিয়ে দারুণ উপকৃত হবেন সবাই। তাহলে আর কথা না বড়িয়ে চলুন ডাউনলোডের নিয়মটা জেনে নেই।

প্রথমেই আমার দেওয়া লিংকে ক্লিক করুন। লিংক ওপেন না হয়ে যদি অন্য পেজ আসে তাহলে Back করুন। এবার দেখুন লিংক আসছে। এখন Create Download Link এ টাচ করে ডাউনলোড করে নিন। আর ডাউনলোড করার সময় অবশ্যয় মনে করে মোবাইলের সিটিং অপশনে গিয়ে unknown source এর পাশে টিক চিহ্ন দিয়ে নিবেন। কোন কিছু বুজতে সমস্যা হলে বলবেন। তাহলে ফ্রেন্ডস, সকল ব্লক ভেংগে প্রবেশ করুন উন্মুক্ত দুনিয়ায়।

অনেক চেষ্টা করেও টিউনস এ লিংক এড করতে পারলামনা। আপাতত টিউমেন্টে লিংক দিয়ে দিলাম। টিউনস এ কিভাবে লিংক এড করতে হয় কারো জানা থাকলে প্লিজ হেল্প করুন।

Level 0

আমি মিজান মিজান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মিজান আব্দুর রশিদ। বাড়ি- আগানগর, ভৈরব বাজার।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই এটি আমার 1 নং সিমটাকে অটোমেটিক নেটওয়ার্ক সিলেক্ট করছে, আমি কিভাবে 2 নং সিমটাকে সিলেক্ট করতে পারব?

মোবাইলের sim card manager অপশনে গিয়ে ১ নং সিমটি অফ করে দিন। পরে ২ নং সিমকার্ডে কানেক্ট করার পর, ১ নং সিমকার্ডটি আবার চালু করে দিন।