[Updated Apps] এবার আপনার এন্ড্রয়েড ফোন দিয়েই তৈরী করুন ফটো স্লাইড শো ভিডিও, সাথে দিন দারুণ ইফেক্ট ও মিউজিক আর সেটা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে টিউন করে বন্ধুদের চমকে দিন!

সুপ্রিয়,

টেকটিউনস কমিউনিটি সবাই কেমন আছেন? আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর ভালো আছি বলেই চলে আসলাম আপনাদের মাঝে। আর টেকটিউনসে ঢুকলে মন এমনিতেই ভালো হয়ে যায়!

এখানে যারা টিউন করে থাকেন তারা অনেক অনেক জ্ঞানী এবং অভিজ্ঞবান। এমন কি অনেক ভিজিটর আছেন তারাও! তাদের তুলনায় আমার জ্ঞান ও অভিজ্ঞতা দুটোই তুচ্ছ! তাই আগেই বলে নিচ্ছি আমার টিউনে কোনো ভূল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশাকরি।

আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম, ফটো স্লাইড শো মেক করার অসাধারণ একটি এপ আশাকরি ভালো লাগবে।

এই এপটির সাহায্যে আপনি অতি সহজেই ফটো স্লাইড শো তৈরী করতে পারবেন। আপনার স্লাইড শো ভিডিও তে দিতে পারবেন দারুণ দারুণ ইফেক্ট! সাথে আরো দিতে পারবেন নিজের মনের মত মিউজিক! আর যেটা ফেসবুক, হোয়াটস এপ ইত্যাদি সোশ্যাল মাধ্যমে টিউন করে অতি সহজেই বন্ধুদের চমকে দিতে পারবেন।

এপ্স ফিচারঃ-

  1. বেশ কিছু ভিডিও ইফেক্ট।
  2. বেশ কিছু অডিও ইফেক্ট বা মিউজিক।
  3. নিজের ইচ্ছামত স্লাইড শো সময় নির্ধারণ করে দিতে পারবেন।
  4. সাথে সিম্পল কিন্তু ভালো মানের ফটো ইডিটর।
  5. ভিডিওটি হাই কোয়ালিটি mp4 ফরম্যাটে সেভ করতে পারবেন।

এপ্স সাইজঃ- ১৩ মেগাবাইট মাত্র।

প্লেস্টোর রেটিং - ৪.৬/৫

প্লেস্টোর থেকে ডাউনলোড হয়েছে ১০ মিলিয়ন প্লাস!

স্ক্রিনশটঃ-

এপ্সটি ভালো লাগলে ডাউনলোড করুণ নিচে থেকে।

 

পিসি বা ফোন থেকে ডাউনলোড করতে লিংকে প্রবেশ করে Create Download Link এ ক্লিক করুণ।

আর ফোন থেকে ডাউনলোড করতে ফোনের বিল্টইন ব্রাউজার বা ইউসি ব্রাউজার ব্যবহার করুন।

Level 2

আমি ব্লাক স্পাইডার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধুর মিয়া। ড্রপবক্স, মিডিয়াফায়ারে দিতে পারেন না?