আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভালো আছেন।
আল্লাহ্র রহমতে ও আপনাদের দুয়ায় আমি ভালোই আছি।
আমার প্রচুর বানান ভুল হয়, ভুলের জন্য ক্ষমা পার্থী।
এখুন কাজের কথায় যাওয়া যাক...
আপনারা হয়ত কোন একজন কে ভালবাসেন কিন্তু বলতে পারছেন না।
যদি একটা অ্যাপস দিয়ে কাজ টা করা যায় তাহলে খারাপ কি।
আমি এরকম একটা অ্যাপস তৈরি করতে চাচ্ছি। একটা অ্যাপস দিয়ে যদি মনের কথা প্রকাশ করা যায় তাহলে খারাপ কি। অনেকেই হয়তো এরকম একটা অ্যাপস খুঁজছেন। যারা অনেকদিন চেষ্টা করেও বলতে পারেন নি মনের কথা তাদের যদি অ্যাপস টা ৫ মিনিট এ কাজ টা করে দেয় তাহলে খারাপ কি ????
আপনারা আমাকে সাহায্য করলে আমি কাজ টা শুরু করব।
সবাই একটা করে Love Letter দিবেন আমাকে যেটা অ্যাপস এর ভিতর থাকবে।
Love Letter ছাড়াও অ্যাপস এর ভিতর আর কি কি (এনিমেশন, ভিডিও, অন্য কিছু) দেয়া যায় সেটা জানাবেন। আপনারা যদি আমাকে সহায়তা করেন তাহলে আমি কিছু দিনের মধ্যে অ্যাপস টা তৈরি করতে পারব। যে অ্যাপস দিয়ে প্রপস করতে পারবেন আপনার পছন্দের মানুষ তি কে।
অভিজ্ঞ লাভার দের মতামত ও পরামর্শ অবশ্যই আশা করি।
কোন কিছু বুঝতে সমস্যা হলে টিউমেন্ট করে জানাবেন।
টিউমেন্ট করতে ভুল্বেন না।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আমার জন্য দুয়া করবেন।
আজকে এপর্যন্তই।
আমি এমদাদুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
empty tunement 🙂