আপডেটেডঃ (ROOT) Hack করুন জনপ্রিয় গেম CLASH OF CLANS (Guarantee এটা আর কোথাও পাবেন না)

সুপ্রিয় টিউনার, টিউমেন্টর, টিউডার (টেকটিউনস ভিজিটর) ও টিউজিটর (টেকটিউনস ভিজিটর) টেকটিউনসের সকল শুভাকাঙ্ক্ষীগন, সবাইকে সালাম ও শুভেচ্ছা।

এটা আমার ২য় টিউন। তাই ভুল হলে ক্ষমা করবেন আশা করি।

আমরা প্রায় সকলেই কমবেশী Smartphone ব্যবহার করি। এদের মধ্যে অধিকাংশই আমরা গেম খেলতে পছন্দ করি। Android গেমিং জগতে তোলপাড় করা যে গেমটির কথা না বললেই নয় সেটি হল CLASH OF CLANS বা সংক্ষেপে COC

গেমটি সম্পর্কে বলার কিছু নাই। প্রচন্ড আসক্তি সৄষ্টিকারি গেম। যাইহোক কাজের কথাই আসি। অনেকেই এটিকে Hack করার চেষ্টা করেছেন। কিন্তু অনলাইন গেম হবার কারনে এখনও কেউ সফল হয়নি। বেশি চেষ্টা করলে ব্যান খাবেন। নেটে যেসব Hacking Process দেয়া থাকে সব ভুয়া। গেমটি Hack করার একমাত্র উপায় Private Server ব্যবহার করা। তাহলে সব (Gold, Elixir, Dark Elixir, Gems) Unlimited পাবেন। কিন্তু Private Server দিয়ে Modify করা COC আপনি কোথাই পাবেন। নেটে যেসব Modded Version থাকে সব ভুয়া। থাকলেও Offline Version.

অনেক্ষন প্যাচাল পাড়লাম। এই লিংক থেকে COC Private Switcher টা Download করুন। ফোন রুট থাকা লাগবে। ইন্সটল করে ওপেন করুন। Google Account দিয়ে Log In করুন। এবার দেখুন অনেকগুলো Private Server এর লিস্ট দেখাবে। যেটা খুশী সিলেক্ট করুন। Yes চাপুন। এবার CLASH OF CLANS গেমটির ডাটা Clear হয়ে Private Server Inject হবে। Private Server এর Data Download হবে। এবার দেখুন Private Server এর কারিশমা। সব Unlimited। Multiplayer ও খেলতে পারবেন।

ভয় পাবেন না। আপনার আগের COC Account ঠিকই থাকবে। আগের অবস্থায় যাবার জন্য COC Private Switcher ওপেন করে COC Official Server সিলেক্ট করুন। দেখুন সব আগের মত আছে।

সময়ের অভাবে Screenshot দিতে পারলাম না। ইনশাল্লাহ পরে দিয়ে দেব।

আগেই বলে রাখি Private Server এ খেলে Original এর মজাটা পাবেন না।

আশা করি টিউনটি ভাল লেগেছে। আল্লাহ হাফেজ।

Level 1

আমি ফারদিন মোল্লা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজ করেনা।