[Android] আপনার ফোনের জন্য নিয়ে নিন একটি অসাধারণ পেইড এপ্স। যেটা প্রুতিটা ফোনের জন্য প্রয়োজনীয়।

সুপ্রিয়,

টেকটিউনস কমিউনিটি সবাই কেমন আছেন? আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর ভালো আছি বলেই চলে আসলাম আপনাদের মাঝে। আর টেকটিউনসে ঢুকলে মন এমনিতেই ভালো হয়ে যায়!

এখানে যারা টিউন করে থাকেন তারা অনেক অনেক জ্ঞানী এবং অভিজ্ঞবান। এমন কি অনেক ভিজিটর আছেন তারাও! তাদের তুলনায় আমার জ্ঞান ও অভিজ্ঞতা দুটোই তুচ্ছ! তাই আগেই বলে নিচ্ছি আমার টিউনে কোনো ভূল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশাকরি।
আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি পেইড এপ্স যেটি প্রুতি এন্ড্রয়েড ডিভাইসে থাকা উচিৎ। আশাকরি ভালো লাগবে।

এপ্সটিতে আছে অসাধারণ ১৮টি ফিচারঃ-

১. মনিটর স্ট্যাটাস।

২. প্রোসেস ম্যানাজার।

৩. ক্যাস ক্লিনার।

৪. সিস্টেম ক্লিনার।

৫. ব্যাটারি সেভার।

৬. ফাইল ম্যানাজার।

৭. স্টার্ট আপ ম্যানাজার।

৮. ব্যাচ ইন্সটল।

৯. ব্যাটারি ইউজেস স্ট্যাটাস।

১০. ভলিউম কন্ট্রোল।

১১. রিং কন্ট্রোল।

১২. স্টার্ট আপ টাইম।

১৩. স্টার্ট আপ সাইলেন্ট।

১৪. সিস্টেম ইনফো।

১৫. কুইক বুস্ট উইগেটস।

১৬. এপ টু এসডি।

১৭. ব্যাচ আন ইন্সটলার।

১৮. এপ ব্যাকাপ এন্ড রেস্টোর।

আরো অনেক কিছু

যেহেতু এপ্সটি লেটেস্ট ও পেইড ভার্সন তাই এক্সট্রা ফিচার হিসেবে পাচ্ছেন, সম্পূর্ণ এড ফ্রি!

প্লেস্টোর রেটিং- ৪.৪/৫

প্লেস্টোর থেকে ডাউনলোড হয়েছে ১০ মিলিয়ন প্লাস!

যদি এপ্সটি আপনার প্রয়োজনীয় মনে হয় তাহলে ফ্রি ডাউনলোড করুণ নিচে থেকে।

 

ফোন থেকে ডাউনলোড করতে ইউসি বা ফোনের বিল্টইন ব্রাউজার ব্যবহার করুণ।  লিংকে প্রবেশ করে ক্রিয়েট ডাউনলোড লিংকে ক্লিক করুণ।

ধন্যবাদ।।।

Level 2

আমি ব্লাক স্পাইডার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস