ফেসবুকে বিভিন্ন পেইজ,গ্রুপ রয়েছে যেখানে নিত্য নতুন সংবাদ,ট্রেইলার, গান বা মুভি আপলোড করা থাকে।এছাড়া অনেক সময় ঈ ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করা আমাদের খুবই প্রয়োজন হয়ে উঠে।প্লেস্টোর এ ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার অনেক অ্যাপ থাকলেও ভাল এবং কার্যকরী অ্যাপ পেতে ভালই বেগ পেতে হয়।তাই আপনাদের প্রয়োজন এবং চাহিদানুযায়ী আজকে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার সেরা অ্যাপ টিই পেশ করতে যাচ্ছি।
.
অ্যাপ পরিচিতি:
অ্যাপের নাম:Video Downloader. apk
ভার্সন:v1.7
সাইজ:3.22 MB
রিকোয়ারমেন্টস:Android 2.3 & Up
.
আপনি এই অ্যাপ টাকে ফেসবুক ব্রাউজিং এর কাজেও ব্যবহার করতে পারবেন ;)।প্রথমে অ্যাপ টা অপেন করে ফেসবুকে লগিন করুন।এখন আপনি যে গ্রুপ বা পেইজ থেকে ভিডিও টি ডাউনলোড করতে চাচ্ছেন সেটি ফেসবুক সার্চ বক্সে সার্চ করুন লাইক HD Songs লিখে সার্চ দিয়ে একটি পেইজ সিলেক্ট করলেন এবং কাঙ্খিত সেই ভিডিও তে ক্লিক করলেই Play এবং ডাউনলোড অপশন আসবে।
.
ডাউনলোড এ ক্লিক করলে ডাউনলোড হতে থাকবে অথবা প্লে তে ক্লিক করলে সরাসরি প্লে হতে থাকবে।ফেসবুক অ্যাপ ব্যবহার করেও আপনি এই অ্যাপ থেকে ডাউনলোড করতে পারবেন।
ডাউনলোড লিংক: Best Facebook Downloader
.
ডিফল্ট বা UC Browser দিয়ে ডাউনলোড লিংক এ গিয়ে Create Download link এ ক্লিক করুন।প্লেস্টোর বা অন্য ট্যাব অপেন হলে ব্যাকে এসে আবার Create Download এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।
.
টিউন টি ভাল লাগলে লাইক,টিউমেন্ট করে আপনার মূল্যবান টিউমেন্ট জানাবেন।
টিউনটি আপনার উপকারে এলে শেয়ার করে দিন যাতে অন্য সবার উপকারে আসে।
ধন্যবাদ সবাইকে।আমাদের সাথেই থাকুন।
#ARK
আমি আশিকুর রহমান খান ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 78 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি খুব সাধারণ একজন মানুষ।আমি ছাত্র তাই নতুন ভাল কিছু শেখার প্রতি খুব ই ঝোঁক।নিজে যা জানি তা অন্যদের মাঝে শেয়ার করার মাঝে অবর্ণনীয় সুখ পাই।
সুন্দর ব্রো।।