আপনার পিসি দিয়ে গুগল প্লেস্টোর থেকে যেকোনো অ্যাপ ডাউনলোড করুন খুব সহজে

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের দেখাব কীভাবে আপনার পিসি দিয়ে গুগল প্লেস্টোর থেকে অ্যাপ ডাউনলোড করবেন।

অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে অথচ গুগল প্লেস্টোরের নাম শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। প্লেস্টোর হচ্ছে হাজার হাজার অ্যাপের বাজার। যে কোনো অ্যাপের দরকার হলেই আমরা প্লেস্টোর থেকে সেটা ইন্সটল করে নিই। সকল অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপাররা তাদের অ্যাপ তৈরি করার পর সর্বপ্রথম তা প্লেস্টোরে আপলোড করেন। সকল অ্যাপ এবং গেমের Original Version প্লেস্টোরে পাওয়া যায়। অ্যান্ড্রয়েড ফোন দিয়ে খুব সহজেই প্লেস্টোর থেকে যেকোনো অ্যাপ ইন্সটল করা যায়। কিন্তু পিসি দিয়ে কী সেটা করা যায়?

কীভাবে করা যায় আজ আমি আপনাদের সেটাই দেখাব।

প্রথমে play.google.com এই ঠিকানায় যান।

তারপর যে অ্যাপটি ডাউনলোড করতে চান সেটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করে Copy link address সিলেক্ট করুন।

তারপর আপনার ব্রাউজারে একটি New Tab খুলুন। New Tab এর অ্যাড্রেস বারে http://www.apkpure.com লিখে এন্টার চাপুন।

তারপর নিচের মতো একটি বড় সার্চবক্স দেখতে পাবেন। সার্চবক্স এর মধ্যে মাউস পয়েন্টার নিয়ে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করুন।

তারপর Paste করুন এবং এন্টার চাপুন। এবার নিচের মতো একটি পেজ আসবে। সেখানে Download এ ক্লিক করুন। অ্যাপটি ডাউনলোড হতে শুরু হবে।

 

এভাবে খুব সহজেই আপনারা গুগল প্লেস্টোর থেকে যেকোনো অ্যাপ আপনার পিসিতে ডাউনলোড করতে পারেন।

ধন্যবাদ, সবাই ভাল থাকবেন।

Level 0

আমি টি, এম, আরাফাত ইসলাম প্রাইম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

tnx দারুন দারুন ব্রাদার।

vai apnaky onyk onyk Donobad

Level 0

nice tune

এই রকম টিউন হলে ধন্যবাদ না দিয়ে থাকা যাই না ……।ভাই

সেয়ার করার জন্য ধন্যবাদ

https://apps.evozi.com/apk-downloader/

আমি এটা ইউজ করি।

    আপনি যেটা ইউজ করেন সেটাতে অ্যাপের রিভিউ দেখায় না। অ্যাপের কোনো স্ক্রিনশট দেখায় না। আর আপনি যেটা ইউজ করেন সেটা দিয়ে কোনো অ্যাপ বা গেমের Obb/data ফাইল ডাউনলোড করা যায় না। তাই আমি মনে করি আমারটাই সেরা।

এইটা দিয়ে কি Paid Apps ডাউনলোড করা যায়