কলেজে যখন পরতাম তখন ২/৩ দিন পর পর “অমিত” নামে এক বন্ধু কে বলতাম দোস্ত নতুন জটিল কোন ওয়ালপেপার থাকলে দে তো। তখন ১/২ দিন পর পর নতুন নতুন ওয়ালপেপার ব্যবহার করতে ভাল লাগত। আজ এই টিউনটি ওই বন্ধুর কথা মনে করেই শেয়ার করা।
লাইভ ওয়ালপেপারটির নাম Celtic Garden। এটি একটি প্রিমিয়াম অ্যাপস যার মূল্য $1.99। সত্যি অসাধারন একটি লাইভ ওয়ালপেপার। আমি এ পর্যন্ত যত গুলো লাইভ ওয়ালপেপার দেখেছি তার মধ্যে সব চেয়ে বেস্ট এটি। ৪/৫ দিন হয় আমি ব্যবহার করছি এটি। কেন এত চরম আর কেন এত গুনগান একটু দেখে নেই কি আছে এতেঃ
সকালের সময় হোম স্কিন
রাতের দিকে হোম স্কিন
আবহাওয়া যখন একটু খারাপ তখন হোম স্কিন
প্লে-স্টোরে এর দাম টা দেখে আসুন। ক্লিক করুন
আমি মনির হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
TNX