[Apps] ডাউনলোড করে নিন এন্ড্রয়েডের বেস্ট অফলাইন ডিকশনারি এপ্সটি!

সুপ্রিয়,

টেকটিউনস কমিউনিটি সবাই কেমন আছেন? আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর ভালো আছি বলেই চলে আসলাম আপনাদের মাঝে। আর টেকটিউনসে ঢুকলে মন এমনিতেই ভালো হয়ে যায়!

এখানে যারা টিউন করে থাকেন তারা অনেক অনেক জ্ঞানী এবং অভিজ্ঞবান। এমন কি অনেক ভিজিটর আছেন তারাও! তাদের তুলনায় আমার জ্ঞান ও অভিজ্ঞতা দুটোই তুচ্ছ! তাই আগেই বলে নিচ্ছি আমার টিউনে কোনো ভূল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশাকরি।

আজকের টিউন একটি এন্ড্রয়েড এপ্স নিয়ে আশাকরি ভালো লাগবেঃ

 

আমরা যারা এন্ড্রয়েড ইউজার তার বেশির ভাগই ছাত্র।
ডিকশনারি আমাদের নিত্য প্রয়োজনীয় একটি এপ্স।
আজকে যে এপ্সটি শেয়ার করছি, আমার দেখা মতে
এটি সবচেয়ে বেস্ট একটি ডিকশনারি এপ্স।
আশাকরি ভালো লাগবেই।

এপ্স ফিচারঃ-

১. ইরেজী থেকে বাংলা অর্থ সার্চ করা যাবে।
২. বাংলা থেকে ইংরেজী সার্চ করা যাবে!
৩.
ইংরেজী উচ্চারণের সমস্যা থাকলে উচ্চারণ বলে দিবে! তার জন্য ইংরেজী ওয়ার্ডটি সার্চ বক্সে লিখে প্রোনাউন্স বাটনে ক্লিক করতে হবে। [ এক্ষেত্রে আপনার ফোনে অবশ্যই 'টেক্সট টু স্পিচ' ইঞ্জিন ইন্সটল থাকতে হবে। যা অধিকাংশ ফোনে প্রি-ইন্সটল করা থাকে। না থাকলে করে নিবেন।
৪. সার্চ রেজাল্টের সাথে সেনুনেইম এবং অ্যান্টনেইম শো করবে।

প্লেস্টোর রেটিং- ৪.৬/৫

 

এপ্স সাইজঃ- ১৩.২ মেগাবাইট মাত্র।

 

 

আগে প্রকাশিত আমাদের টেকনোলজি বিষয়ক ফেসবুক পেজে। নিত্য নতুন এন্ড্রয়েড এপ্স, টিপস এন্ড ট্রিক্স পেতে আমাদের পেজে জয়েন করতে পারেন। পেজ লিংক

ধন্যবাদ।

 

 

Level 2

আমি ব্লাক স্পাইডার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস