সবাই কেমন আছেন?আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন।এটা আমার তৃতীয় টিউন।আশা করি সকলের ভালো লাগবে
আজ নিয়ে এলাম নতুন এক এপের লেটেস্ট ভার্সন নিয়ে।
এন্ড্রয়েড আসার পর এখন আর জাভা ফোনের দিন নেই,জাভা ফোন গুলো যেনো হারিয়ে গেছে কোন এক গভীর জঙ্গলে,এখন এই প্রযুক্তির দুনিয়াতে রাজ করছে এন্ড্রয়েড নামের নতুন এক অপারেটিং সিস্টেম,যা আই টি সেক্টরের পুরো বাজার দখল করে নিয়েছে।এন্ড্রয়েড এই জনপ্রিয়তা অর্জন করেছে তাদের দেয়া বিভিন্ন ফিচারের মাধ্যমে,সে সকল ফিচার শুধু মাত্র সম্ভব ছিল কম্পিউটার যগতে।
এমন একটি ফিচার হলো HD Video Playback
এন্ড্রয়েডের মাধ্যমে খুব সহজেই 144p,360p,480p,720p,1080p,Blu-Ray Video প্লে করতে পারবেন,যা আগে অন্য কোন ফোনে [জাভা ফোন] সম্ভব ছিলো না।
আর এন্ড্রয়েডে এসব ভিডিও প্লে করার জন্য সব থেকে ভালো এবং উত্তম একটি প্লেয়ার হলো MX Player.
তাই আজ আমি আপনাদের সামনে হাজির হলাম MX Player এর সর্বশেষ ভার্সন নিয়ে,তাই আবার পেইড ভার্সন।MX Player এর আগের ভার্সন টি অনেকেই অনেক অভিযোগ করেছেন,যে এটি অডিও চালাতে পারে না, AC3 ফরমেট সাপোর্ট করে না সহ আরো অনেক কিছু।
তবে এই ভার্সনে সকল বাগ/সমস্যা দূর করা হয়েছে,আশা করি এবার আর নতুন করে কোন অভিযোগ করার সুযোগ পাবেন না।
তো আর দেরী কিসের এখুনি নিচ থেকে ডাউনলোড করে ফেলুন MX Player Pro এর নতুন ভার্সন।
App Name: MX Player Pro
App Version : 1.8.0
Size: 12.75MB
Download Link: এখানে ক্লিক করুন
তো কেমন লাগলো টিউনটি?ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।সবাই ভালো থাকবেন।আর পরবর্তীতে কি নিয়ে টিউন করা যায় জানাতে ভুলবেন না।অবশ্যই অবশ্যই জানাবেন,কেননা আপনারা যেই বিষয় নিয়ে টিউন করতে বলবেন পরবর্তী টিউনে আমি উক্ত বিষয় নিয়ে লেখার চেষ্টা করবো [সাধ্যের মধ্যে] টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।
আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কারও সাথে সেধে সেধে ঝগড়া করি না কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাকে কমে ছাড়ি না । রাগ হয়ে গেলে নিজেকে সামলাতে পারিনা , রাগের বশে অনেক কিছুই করে ফেলি পরে অবশ্য অনুতপ্ত হয় । কেউ আমার পা এ পাড়া দিলে উল্টা আমি তাকে তাৎক্ষণিক সরি বলি...
এইটা লেটেস্ট হইলেও স্টেবল ভার্সন না। এইটা হচ্ছে নাইটলি বিল্ড বেটা ভার্সন।