VPN কি? VPN দিয়ে যেভাবে ফ্রি ইন্টারনেট চালাবেন

সুপ্রিয় টেকটিউনস সম্প্রদায়, আশাকরি আল্লাহর অশেষ মেহেরবানীতে আলহামদুলিল্লাহ ভালই আছেন। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি প্রতিদিন ফ্রি ইন্টারনেট ব্যবহারের একটি বহুল প্রচলিত পদ্ধতি VPN. ভিপিএন দিয়ে ফ্রি ইন্টারনেট ছাড়াও আরো অনেক কাজ করা যায়। vpn সম্পর্কে যারা কম জানেন তারা  এই টিউনটি দেখে আসতে পারেন। ওখানে তিনি দারুনভাবে ভিপিএনের ব্যবহার তুলে ধরেছেন। টিউনটি পড়ার পর আপনার vpn ব্যবহার করতে ইচ্ছে করবে। তাই ভাল মানের প্রিমিয়াম vpn ডাউনলোডের জন্য এই টিউনটি দেখুন

সব কিছু ওদের টিউনে গিয়ে পড়বেন, আর আমার টিউনে কিছুই পাবেন না তাই কি হয়? ওদের টিউনে দেখেছেন vpn কি? ভাল vpn কোনটি? ইত্যাদি। আর আমার টিউনে দেখবেন এই vpnকে ব্যবহার করে কিভাবে ফ্রি ইন্টারনেট ইউজ করবেন। কিভাবে vpn দিয়ে ফ্রি ইন্টারনেট চালাবেন তা আপনাদের সহজে বোঝার সুবিধার্থে ভিডিও টিউটোরিয়ালের লিংক দেয়া হল। এখানে ক্লিক করে দেখে নিন কিভাবে এটি ব্যবহার করবেন।

video deleted. :(উপরের ভিডিওতে শুধু vpn দিয়ে কিভাবে ফ্রি ইন্টারনেট ব্যবহার করবেন তা দেখানো হয়েছে। তবে এই vpn ব্যবহারের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনও আছে, আমি আর বিস্তারিত লিখে টিউনটি বেশি বড় করতে চাচ্ছি না। তাই vpn ব্যবহারের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন জানতে এই টিউনটি দেখুন। আর এই vpn কানেক্ট করে ফ্রি ইন্টারনেট চালাতে হলে আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে যা ভিডিওর ডিসক্রিপশনেই পেয়ে যাবেন। সব কিছু ঠিকঠাকমত কাজ করে আরামছে ব্রাউজ করুন ফ্রি ইন্টারনেট।

Level 1

আমি মো আব্দুল কাওসার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 209 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনাঃ বিএসসি ইন কম্পিউটার সায়েন্স & ইঞ্জিনিয়ারিং অ্যাট বরেন্দ্র ইউনিভার্সিটি। জবঃ বর্তমানে আমি একটা আইটি ট্রেনিং সেন্টারে ট্রেইনার ও টেকনিক্যাল অফিসার হিসেবে পার্টটাইম জবে কর্মরত আছি। এখানে একই সাথে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, অফিস অ্যাপ্লিকেশন ও বেসিক কম্পিউটিং, নেটওয়ার্কিং (সিসিএনএ), ভিডিও এডিটিং ও ইউটিউব মার্কেটিং এবং আইসিটি রিলেটেড বিষয়গুলোর মাস্টার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai pc te kivabe use korbo video den plz