[Android] ডাউনলোড করে নিন এন্ড্রয়েডের বেস্ট রেকর্ডার এপ্সটি, রিকর্ড করুণ ক্লিয়ার এবং হাই কোয়ালিটি mp3 ফরমেটে তাও আবার পেইড ভার্সন!!!

সুপ্রিয়,

টেকটিউনস কমিউনিটি সবাই কেমন আছেন? আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর ভালো আছি বলেই চলে আসলাম আপনাদের মাঝে। আর টেকটিউনসে ঢুকলে মন এমনিতেই ভালো হয়ে যায়!

এখানে যারা টিউন করে থাকেন তারা অনেক অনেক জ্ঞানী এবং অভিজ্ঞবান। এমন কি অনেক ভিজিটর আছেন তারাও! তাদের তুলনায় আমার জ্ঞান ও অভিজ্ঞতা দুটোই তুচ্ছ! তাই আগেই বলে নিচ্ছি আমার টিউনে কোনো ভূল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশাকরি।

আজকের টিউন একটি এন্ড্রয়েড এপ্স নিয়ে আশাকরি ভালো লাগবেঃ

আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি অসাধারণ ভয়েচ রিকর্ডার এপ্স। যা প্লেস্টোর থেকে ডাউনলোড করতে হলে আপনাকে গুনে গুনে ৩.৫৬ ডলার খরচ করতে হবে। আর এখানে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি! আশাকরি ভালো লাগবেই।

ফিচার সমূহঃ

১. অসাধারণ ডিজাইন।
২. mp3 সহ আরো ৪টি ফরমেটে রিকর্ডিং সুবিধা।
৩. অডিও বিটরেট 32kbps থেকে 332kbps পর্যন্ত রিকর্ডিং সুবিধা!
৪. যেহেতু এটি পেইড ভার্সন, তাই এড ফ্রি!

 

প্লেস্টোর রেটিং- ৫ এর ভিতর ৪.৭!

এপ্স সাইজঃ ৩.৭২ মেগাবাইট মাত্র।

 

 

ফোন থেকে ডাউনলোড করতে Create Download Link এ ক্লিক করুন আর আপনার ফোনের বিল্টইন ব্রাউজার বা ইউসি ব্রাউজার ব্যবহার করুন।

 

টেকনোলোজি বিষয়ে আমাদের একটি ছোট্ট ব্লগ আছে আশাকরি সময় পেলে অবশ্যই ঘুরে আসবেন।

 

আমাদের ব্লগ লিংক

 

এন্ড্রয়েডের নিত্যনতুন এপ্স পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিতে পারেন, আমি সিউর করে বলতে পারি আমাদের পেজের মত এন্ড্রয়েডের হেল্পফুল পেজ একটাও পাবেন না!!!

 

ফেসবুকে আমাদের পেজ লিংক

Level 2

আমি ব্লাক স্পাইডার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শেয়ার করার জন্য ধন্যবাদ…!!