[Android] আপনার এন্ড্রয়েড ফোনের জন্য নিয়ে নিন একটি অসাধারণ ডাইরী বা নোট এপ্স।

সুপ্রিয়,

টেকটিউনস কমিউনিটি সবাই কেমন আছেন? আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর ভালো আছি বলেই চলে আসলাম আপনাদের মাঝে। আর টেকটিউনসে ঢুকলে মন এমনিতেই ভালো হয়ে যায়!

এখানে যারা টিউন করে থাকেন তারা অনেক অনেক জ্ঞানী এবং অভিজ্ঞবান। এমন কি অনেক ভিজিটর আছেন তারাও! তাদের তুলনায় আমার জ্ঞান ও অভিজ্ঞতা দুটোই তুচ্ছ! তাই আগেই বলে নিচ্ছি আমার টিউনে কোনো ভূল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশাকরি।

 

আজকের টিউন একটি এন্ড্রয়েড এপ্স নিয়ে আশাকরি ভালো লাগবেঃ

আমারদের দৈনন্দিন জীবনে প্রুতিনিয়ত ঘটে চলেছে সুখকর বা দুঃখকর বিভিন্ন ঘটনা। তার মাঝে আমরা আমাদের স্মরণীয় ঘটনাটি মনে রাখতে তা আমরা আমাদের পার্সোনাল ডাইরীতে লিপিবদ্ধ করি।

অপরদিকে স্মার্টফোন হয়ে উঠেছে আমাদের নিত্যদিনের সঙ্গী। আমাদের সাথে সবসময় পার্সোনাল ডাইরীটি না থাকলেও ফোনটি কিন্তু অবশ্যই কাছে থাকে!

অনেকে মনে করেন স্মার্টফোনটিই যদি ডাইরী হিসাবে ব্যবহার করা যেতো? তাহলে অনেক প্রিয় মূহুর্ত লিখা বাদ যেতো না।

যদি আপনারো এমন মনে হয় তাহলে আজ আপনার জন্য সুসংবাদ!

আজ যে এপটি শেয়ার করছি সেটি একটি নোট বা ডাইরী এপ্স।
প্লেস্টোরে অনেক ডাইরী এপ্স পাবেন কিন্তু আমি আশাকরি আমি যে এপ্স শেয়ার করছি তার মতো একটাও পাবেন না! কারন আমি নিজে অনেক গুলো এপ্স ডাউনলোড করেছি, এটাছাড়া বাকি একটাও মনের মত না!

ফিচার সমূহঃ

১. অসাধারণ ম্যাটারিয়াল ডিজাইন।
২. প্রুতিটি নোট আলাদা আলাদা ফোল্ডারে রাখার সুবিধা।
৩. প্রুতিটি নোটে আলাদা আলাদা ট্যাগ নির্বাচন করার সুবিধা।
৪. প্রুতিটি নোটের সাথে পিকচার এড করার সুবিধা!
৫.লোকেশন এড করার সুবিধা।
৬. ক্যালেন্ডার অনুযায়ী নোট খুজে বের করা।
৭.অটোমেটিক ডেট টাইম এড হবে।
৮. সাথে থাকছে ড্রপবক্স ক্লাউড সিংক্রোনাইজ। আপনার ফোন
হারালেও আপনার পার্সোনাল নোট হারাবে না

প্লেস্টোর রেটিং

৫এর ভিতর ৪.৪ এবং প্লেস্টোর থেকে ডাউনলোড হয়েছে ১ মিলিয়নেরও বেশি

এপ্স সাইজ মাত্রঃ ১০.৩ মেগাবাইট

এপ্স স্ক্রিনশটঃ

ডাউনলোড লিংক

 

ধন্যবাদ।

Level 2

আমি ব্লাক স্পাইডার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস