টেকটিউনস কমিউনিটি সবাই কেমন আছেন? আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর ভালো আছি বলেই চলে আসলাম আপনাদের মাঝে। আর টেকটিউনসে ঢুকলে মন এমনিতেই ভালো হয়ে যায়!
এখানে যারা টিউন করে থাকেন তারা অনেক অনেক জ্ঞানী এবং অভিজ্ঞবান। এমন কি অনেক ভিজিটর আছেন তারাও! তাদের তুলনায় আমার জ্ঞান ও অভিজ্ঞতা দুটোই তুচ্ছ! তাই আগেই বলে নিচ্ছি আমার টিউনে কোনো ভূল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশাকরি।
আজকের টিউন একটি এন্ড্রয়েড এপ্স নিয়ে আশাকরি ভালো লাগবেঃ
যে এপ্সটি শেয়ার করছি সেটি আসলে একটি এন্ড্রয়েড লাঞ্চার। আমরা সকলেই জানি কিছুদিন আগে গুগোল তাদের স্মার্টফোন ওস এর আপডেট ভার্সন ৬.০ রিলিজ করেছে। যার নাম রাখা হয়েছে "মার্শম্যালো"। আর আমি যে লাঞ্চারটি শেয়ার করছি এটি মূলত এন্ড্রয়েড ৬.০ মার্শম্যালো এর ডিজাইন ব্যাজড একটি লাঞ্চার। এ লাঞ্চারটিতে সিম্পলের ভিতর এক অসাধারণ ডিজাইন করা হয়েছে যা দেখলে যে কারো ভালো লাগবে আশাকরি।
সুবিধা সমূহঃ-
১.লাঞ্চারটির ডিজাইন এন্ড্রয়েড ৬.০ মার্শম্যালোর মত
২. লাঞ্চারটি খুব কম RAM খরচ করে!
৩. লাঞ্চারটির সাইজ অনেক কম।
৪. লাঞ্চারটিতে এপ হাইড করার ফ্যাসালিটি পাবেন।
৫. এটি অনেক স্মুথ এন্ড ফাস্ট ব্যবহার করে মজা পাবেন।
৬. লাঞ্চারটি বাম থেকে ডান দিকে শোইপ করলে একটা এক্সট্রা স্লাইডবার পাবেন, যেখানে আপনার পছন্দমত এপ রাখতে পারবেন। আরো অনেক কিছু....
আমি ব্লাক স্পাইডার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।