টেকটিউনসের এন্ড্রয়েড লাভার প্রেমিক প্রেমিকাদের জন্য সুখবর! আপনাদের জন্য একটা
এপ্লিকেশান ডেবেলপ করা হয়েছে বাংলা সাহিত্যের বিখ্যাত সব কবিদের বিখ্যাত সব কবিতা নিয়ে। এপার বাংলা ওপার বাংলা মিলেয়ে কয়েকশত কবিতা সংকলিত করা হয়েছে এপ্লিকেশানটিতে।
এই এপ্লিকেশানটিতে অনেকগুলো ফিচার/সেকশন এড করা হয়েছে,ফিচার গুলো হচ্ছে...
"কবিতাসমূহ" সেকশনে গেলে আপনি একসাথে সকল কবির কবিতা গুলো পাবেন।
"কবি তালিকা" সেকশনে গেলে আপনি আলাদা আলাদা ভাবে প্রত্যেক কবির কবিতাগুলো পাবেন।
"প্রিয় কবিতা" সেকশনে গেলে আপনি যে যে কবিতাগুলোকে প্রিয়তে এড করেছেন, সেই কবিতাগুলো এই সেকশনে এড হবে।
"আজকের দিনে সেরা কবিতা" সেকশনে গেলে প্রতিদিন একটি করে সেরা কবিতা পাবেন।
সর্বশেষ,"সেটিংস" অপশনে গিয়ে আপনি বিভিন্ন সেটিংস আপনার মত করে সেট করতে পারবেন।এখানে আপনি সেট করে দিলে আপনাকে প্রতিদিন অটোম্যাটিক একটা করে কবিতা পুশআপ মেসেজের মাধ্যমে পাঠানো হবে।
কবিতায় প্রেম আর প্রেমে কবিতা থাকবে না তা কি করে হয়! রাগে-অভিমানে, অভিযোগে এমনকি আবেগ প্রকাশে কবিতার আবেদন আগেও যেমন ছিলো এখনও তেমনিই আছে। কবিতায় মানুষ নিজের মনের কথা খুঁজে পায়, তাই তো যুগ যুগ ধরে প্রেমের কবিতা প্রচলিত হয়ে আসছে।
ভালোবাসার মানুষটিকে বিখ্যাত প্রেমের কবিতাথেকে দুটো লাইন শুনিয়ে দিন অথবা টেক্সট করুন, দেখবেন আপনাদের জীবন কিভাবে প্রেমময় হয়ে ঊঠে। প্রেমের কবিতা এপ্লিকেশানটি উপভোগ করতে থাকুন। জগতের সকল প্রেমিক প্রেমিকা সুখী হোক। আল্লাহ হাফেজ।
আমি অলি আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।