আমার দেখা মত এই গেমসটি কম সাইজের ভিতর সবচেয়ে ভালো মানের এইচ.ডি গ্রাফিক্স গেম। শুধু তাই নয়, এর অসাধারণ 3D HD গ্রাফিক্স আশা রাখি আপনাকে অবশ্যই ভালো লাগবে।
১। এই গেমে পাবেন ৫টি আলাদা আলাদা গ্রাফিক্স সমৃদ্ধ রোড।
২। যার একটি রোড আনলক থাকবে বাকি গুলা কয়েন জিতে আনলক করতে হবে।
৩। গেমটিতে পাবেন ৭টি রেসিং কার।
৪। গেম চালুর পর ১টি কার ফ্রি পাবেন।
৫। আর বাকি কার গুলো গেম খেলে কয়েন জিতে আনলক করতে হবে।
৬। খেলার মাঝে মাঝে একটি ট্রাক পাবেন সেটাতে গাড়ি উঠিয়ে রোডের সব গাড়ী ভেঙ্গে ফেলতে পারবেন!
৭। প্রুতিটি গাড়ী ভাঙ্গলে পাবেন ২০ কয়েন!
৮। এছারাও আপনার কারের কালার, চাকা, ইঞ্জিন ইত্যাদি পরিবর্তন করতে পারবেন।
❖ বুদ্ধির সীমা আছে কিন্তু বোকামীর কোন সীমা নেই।
❖ জ্ঞানী মূর্খকে চিনতে পারে কেননা সে জ্ঞানী। পক্ষান্তরে মূর্খ জ্ঞানীকে চিনতে পারে না, কেননা সে মূর্খ।
❖ বন্ধুত্ব একটি ছাতার ন্যায়। বৃষ্টি যতই প্রবল হয় ছাতার ততই প্রয়োজন পড়ে।
❖ পা পিছলে পড়ে যাওয়া লজ্জার কথা নয়। বরং যথা সময়ে উঠে না দাঁড়ানোই লজ্জার ব্যাপার।
❖ ভূল করা দোষের কথা নয় বরং ভূলের উপর প্রতিষ্ঠিত থাকা দোষণীয়।
❖ মানুষের সাথে বন্ধুত্ব ছিন্ন করে অর্থ উপার্জন করতে যেও না। কারণ, বন্ধুত্ব স্থাপনই অর্থাপর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম।
❖ মানুষের সাথে সে রূপ আচরণ কর যেমন তারা পছন্দ করে। নিজের পছন্দ মাফিক আচরণ কর না।
আমি ব্লাক স্পাইডার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হেব্বি ব্রো।