বি.পি.এল ২০১৫ খেলার সময়সূচী এবং লাইভ স্কোর দেখার জন্য এবার মোবাইল অ্যাপ নিয়ে আসলো মোবাইল অ্যাপ নির্মাতা কোম্পানী NR Soft BD। এপ্লিকেশনটির নাম বি.পি.এল ২০১৫ সময়সুচী।
নিলাম শেষ হওয়ার পর থেকে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রিয় ক্রিকেটারদের কে কোন দলে তা জানতে পত্রিকার পাতা ও টিভিতে চোখ রাখছেন অনেকে। যারা নিউজগুলো মিস করেছেন তারা পুরনো পত্রিকা খুঁজছেন।
খেলা কবে শুরু হবে, কাদের খেলা কবে এসব তথ্য হাতড়ে বেড়াচ্ছেন। তাদের জন্য তথ্য হলো আগামী ২২ নভেম্বর থেকে শুরু হবে বিপিএল। রংপুর ও চট্টগ্রামের খেলার মধ্য দিয়ে তৃতীয় আসরের পর্দা উঠতে যাচ্ছে।
তবে অন্য খেলা ও খেলোয়াড়দের বিষয়ে জানতে এখন থেকে খুব বেশি কষ্ট করতে হবে না। হাতের স্মার্টফোন থেকেই জানা যাবে তা। এ জন্য অবশ্য একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে।
কি কি পাচ্ছেন এই অ্যাপ থেকে ?
১. খেলার সময়সূচী।
২. দিন, সময় এবং খেলার ভেন্যু।
৩. প্রত্যেক দলের দেশী এবং আন্তর্জাতিক কোন তারকা খেলোয়াড় খেলছেন কোন দলে সেটিও জানা যাবে
৪. খেলা শুরু হওয়ার উত্তেজনা ধরে রাখতে যুক্ত আছে কাউন্ট ডাউন টাইমার।
৫. লাইভ স্কোর দেখার সুবিধা।
মাত্র ১.৪ মেগাবাইটের এ অ্যাপ থেকে পাওয়া যাবে সব তথ্য। সুন্দর ও সহজ ইন্টারফেসে তৈরি এ অ্যাপ্লিকেশনে।
বিনামূল্যে অ্যাপটি ডাউনলোড করা যাবে এই ঠিকানা থেকে।
NR Soft BD এর ফেসবুক পেজ
আমি naimimran। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
PTC er B00S…………….
https://goo.gl/ibWIqh