টিউনের শুরুতেই সবার প্রতি আমার অশেষ শুভেচ্ছা রইলো। অাশা করি সবাই ভালোই আছেন। যা-ই হোক সরাসরি লেখার বিষয়ে চলে যাই।
আমি জানি আপনারা সবাই কমবেশি হিন্দি গান পছন্দ করেন। আমি নিজেও করি। অবশ্যই বাংলা গানও অত্যন্ত পছন্দ করি। আসলে যে-কোনো গানই আমার ভালো লাগে। যা-ই হোক, যারা হিন্দি গান পছন্দ করেন তাদের জন্য আজ সত্যিই চমৎকার একটি অ্যাপের খবর নিয়ে লিখতে বসলাম।
অ্যাপস্টোরে সার্চ করতে করতে এই অ্যাপটি পেলাম এবং খুব ভালোও লাগলো। আসলে অসংখ্য অ্যাপতো রয়েছে গুগল প্লে স্টোরে। তবে ফাঙ্কশনালিটিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর অ্যাপটি হতে হবে ইউজার ফ্রেন্ডলি। সেই দিক থেকে বিবেচনা করতে গেলে এই অ্যাপটি সত্যিই চমৎকার। ওহ্ এখনও তো আপনাদেরকে অ্যাপটির নামই বলা হলো না!
অ্যাপটির নাম ‘ইন্ডিয়ান অল রেডিও’ (Indian All Radio)। এটি মূলত ভারতীয় সব ধরনের রেডিওর এক অসাধারণ কালেকশান। সারা ভারতের বিভিন্ন ভাষার প্রায় আড়াই শয়েরও বেশি রেডিও যুক্ত হয়েছে এই অ্যাপে। মাত্র ৬ মেগাবাইটের অ্যাপটিতে রয়েছে সার্চ অপশন এবং ফেভারিট অপশনও। মূলত এই অ্যাপে অন্যান্য অ্যাপের মতো জটিল কোনো ফাঙ্কশনালিটি নেই।
আশা করি, আমার মতো আপনাদেরও এই অ্যাপটি খুব ভালো লাগবে। কর্মব্যস্ততায় হয়তো টিভি দেখার সময়ই পান না, কিন্তু কানে হেডফোন লাগিয়ে গান শুনতে হলে এখনই অ্যাপটি ডাউনলোড করে দেখতে পারেন আপনার প্রিয় স্মার্টফোনটিতে।
ডাউনলোড লিঙ্ক হলো : https://play.google.com/store/apps/details?id=digbazar.com.indian.radio
টিউনটি ভালো-মন্দ যা-ই লাগুক জানাতে ভুলবেন না যেন! 🙂
আমি মৌ ফারজানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তি ভালোবাসি। ঘণ্টার পর ঘণ্টা অনলাইনে থাকতে ভালো লাগে। আর রাজনীতি পছন্দ না করলেও পড়ছি রাজনীতি-বিজ্ঞানে। সামনে মাস্টার্স। কন্ট্রিবিউটর হিসেবে সম্প্রতি কাজ শুরু করেছি --- BandhoB.com এবং Uto.la ---এই দুটি সাইটে... সবার সহযোগিতা চাই, সামনে এগিয়ে যেতে চাই...
এটাও যদি একটা টিউন হয় তবে টেকটিউনস সম্পর্কে অামার কিছুই বলার নাই ।