বর্তমান পরিবর্তনশীল বিশ্বের তথ্যই শক্তি। বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন নিজেকে টিকিয়ে রাখতে আপনার তথ্যের প্রয়োজন হবে। ডিজিটাল বিশ্বে তথ্য পেতে খুব একটা কষ্ট করতে হয় না। উন্নত তথ্য প্রযুক্তির ব্যবহারের ফলে আমরা খুব সহজে তথ্য পেতে পারি এবং দিতেও পারি। তথ্যের অবাধ প্রবাহের মাধ্যম হিসেবে রেডিও, টিভি এবং ইন্টারনেট যথেষ্ট ভূমিকা পালন করছে। সেই সাথে যুক্ত হয়েছে মোবাইল টেকনোলজি। ইন্টারনেট আর মোবাইল টেকনোলজির সুবাধে আপনি যেখানেই থাকুন না কেন - তথ্য এখন আর দূরে নয় অতীব নিকটে।
এখন বিশ্বের যে কোন প্রাপ্ত থেকে বাংলাদেশী ৪৮টি এফ এম ও অনলাইন রেডিও শুনতে মাত্র একটি এনড্রয়েড অ্যাপের প্রয়োজন। অ্যাপটির নাম হচ্ছে - Live Radio BD. অ্যাপটি ব্যবহার করে খুব সহজে বিশ্বের যে কোন প্রা্ন্ত থেকে তথ্য (গান, নাটক, কথিকা, আলোচনা সবই তথ্যের অন্তর্গত) পেতে পারেন।
অ্যাপটিতে এফ এম ও অনলাইন রেডিও রয়েছেঃ
(১) এবিসি রেডিও এফ এম ৮৯.২ (২) রেডিও একতারা
(৩) আল্লাহু আকবার (৪) বাংলা রেডিও ২৪
(৫) বাংলা ওয়াডিও (৬) বাংলাদেশ বেতার
(৭) ভুত এফ এম (৮) সিটিজিনিউজ রেডিও
(৯) কালারস এফ এম ১০১.৬ (১০) ঢাকা এফ এম ৯০.৪
(১১) ই-বাংলা রেডিও (১২) ই-ডকলর রেডিও
(১৩) রেডিও ইটিউন২৪ (১৪) হ্যালো ঢাকা
(১৫) জাগো এফ এম (১৬) লেমন ২৪
(১৭) মাই বাংলা গান (১৮) অনুভূতি রেডিও
(১৯) কোরআনের আলো (২০) রেডিও ২ ফান ডিজে স্টেশন
(২১) রেডিও আড্ডা (২২) রেডিও আহা
(২৩) রেডিও আপন (২৪) রেডিও বিডি ২৪
(২৫) রেডিও বর্ণমালা (২৬) রেডিও চুয়া
(২৭) রেডিও দুর্বার (২৮) রেডিও ফুর্তি ৮৮.০ এফএম
(২৯) রেডিও গান বাক্স (৩০) রেডিও গানওয়ালা
(৩১) রেডিও গুনগুন (৩২) রেডিও গুঞ্জন
(৩৩) রেডিও হৈচৈ (৩৪) রেডিও কথা
(৩৫) রেডিও ললিপপ (৩৬) রেডিও মৃত্তিকা
(৩৭) রেডিও Nree (৩৮) রেডিও সারাদিন
(৩৯) রেডিও স্বাধীন ৯২.৪ এফএম (৪০) রেডিও স্বদেশ
(৪১) রেডিও স্বাধীনতা (৪২) রেডিও ভয়েস ২৪ ৯০.০ এফএম
(৪৩) রেডিও ভূবন (৪৪) তরঙ্গ রেডিও
(৪৫) ওয়াশিংটন বাংলা রেডিও (৪৬) রেডিও তোলপার
(৪৭) রেডিও পদ্মা ৯৯.২ এফ এম (৪৮) রেডিও টুডে ৮৯.৬ এফ এম
[বিঃ দ্রঃ এফএম ও অনলাইন রেডিও স্টেশনের নাম সমুহ ইংরেজী বর্ণমালার বর্ণানুসারে উল্লেখ করা হলো]
Live Radio BD অ্যাপটি চালু রাখা অবস্থায় মোবাইলের অন্যান্য কাজ সমহু করা যায়। মেনু অনপন থেকে স্টেশন নির্বাচনের ব্যবস্থা রয়েছে। এছাড়াও ফেসবুক, টুইটারে শেয়ার করার ব্যবস্থা রয়েছে।
অ্যাপটি ফ্রি। তাই সরাসরি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন।
টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।
আমি এ জি এম রুবেল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 94 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কাজ হলে ধন্যবাদ