গুগুল প্লে তে অ্যাপস এর যেমন অভাব নেই, তেমনি ভাল আপ্পস খুজে বাহির করা কষ্ট কর ই বটে
মানসম্মত অ্যাপস বাহির করতে হলে সারা দিন খুঁজতে হবে
আমি আপনাদের অনুরোদ করব বিশেষ করে যারা ভাল ইংলিশ শিখতে আগ্রহী তারা অবশ্যই
এই অ্যাপস টি ইন্সটল করবেন, অ্যাপস টির বিশেষ কয়েকটা দিকের গুণের মদ্দে একটা হচ্ছে ওয়াল পেপাল এ ওয়ার্ড সেট করা, যা দিয়া অ্যাপসটি আপনাকে খুব সন্দর করে ইংলিশ শিখায় পেলবে।
আর একটা হছে একমাত্র এই অ্যাপস এ একই সাথে বাংলা অ্যান্ড ইংলিশ অর্থ দেওয়া আছে। প্রায় ২ লক্ষের ও বেশী শব্দ আছে, যা আপনি কোন বাংলা ডিকশনারী তে পাবেন না
সেটিং টা আমি স্টেপ স্টেপ বলে দিছি।
১) পথমে আপনি আপনার কিছু ভাল লাগা শব্দ নির্বাচন করবেন। তার মানে আপনি যে শব্দ সিখতে চান টা প্রিয় শব্দে অ্যাড করুন। হোম ইস্ক্রিন এর নিছে একটা স্টার বাটন আছে, সেটা
ক্লিক করে অথবা সব্দের লিসট (word list) লং প্রেস করে প্রিয় শব্দ তইরী কশব্দ
২) এই বার সেটিং এ গিয়া ওয়াল্ পেপার সেটিং এর পালা। খুব ইজি অপরে টাইটল বার
এর বামে একটা মেনু আছে সেই খানে ক্লিক করলে একটা ইস্ক্রিন আসবে সেই ইস্ক্রিন এর মদ্দে ২ টা অপশন আছে ওয়াল পেপার সেটিং অ্যান্ড সেট ওয়াল পেপার। ওয়াল পেপাল সেটিং এ গিয়া
আপনার শব্দের মিনিং এর রং কেমন হবে, সব্দের রং কেমন হবে টা সেট করেন, ওয়াল পেপার এ কি সমার্থ শব্দ পছন্দ করছেন কিনা সেই অপশন ও আছে, শব্দ টি ওয়াল পেপার এর কোন স্থানে বসবে সেটা সেট করতে পারেন, মারজিন টপ অ্যান্ড বোটম আছে, সেই অপশন থেকে আপনি স্থান টা সেট করতে পারেন।শব্দ গুলা ওয়াল পেপারে কত সময়ে পর পর আসবে তা সেট করে দিতে পারেন,সয়াইফ করার সাথে সাথে শব্দ পরিবর্তন করার অপশন টি ও সেট করতে পারবেন।
৩) এই বার সেট ওয়াল পেপার অপশন টা থেকে ওয়াল পেপার কে সেট করে দেন,
৪) শব্দ শিখা শেষ হলে ওয়াল পেপাল থেকে মুছে দিন। যে অপশন থেকে অ্যাড সেইখানে ক্লিক করে মুছে দিন
নিছে লিঙ্ক দেওয়া আছে।
আমি রাজিব মুনশি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।