আসসালামু আলাইকুম,
প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন।
আমিও ভালোইই আছি।
ব্যস্ততার কারণে অনেক দিন ধরে টেকটিউনস এ টিউন করতে পারি না।
কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
আমরা সবাই কম বেশি অপেরা মিনি এবং ইউছি ব্রাউজার এর সাথে পরিচিত।
অপেরা মিনি হলো মোবাইল ফোনের জন্য পৃথিবীর সবচেয়ে অগ্রগামী ওয়েব ব্রাউজার যার মাসিক ২৪০ মিলিয়ন এরও বেশি একটিভ ব্যবহারকারী রয়েছে। এটা প্রায় সব ফোনেই কাজ করে এবং ২জি বা ৩জি নেটওয়ার্কে দ্রুত ব্রাউজ করার সুবিধা দিয়ে থাকে। অপেরা মিনি একটি ওয়েবসাইটকে ৯০% এর মত সংকোচন করে ফেলে, যাতে অন্য ব্রাউজার এর তুলনায় দ্রুত ব্রাউজ করা যায়।
অপেরা মিনির বৈশিষ্ট্যঃ
অপেরা মিনির নিজস্ব ডাটা অপটিমাইজেশান সমাধান রয়েছে এবং একারণে এই ব্রাউজার ওয়েব পেজের সাইজকে ৯০% পর্যন্ত কমিয়ে আনে যার মাধ্যমে ওয়েব সার্ফ করা অনেক সাশ্রয়ী ও দ্রুত। অপেরা মিনির তার বৈশিষ্ট্যগুলো যেমন, স্পীড ডায়ালের মাধ্যমে জনপ্রিয় ওয়েবসাইটে তৎক্ষণাৎ এক্সেস, বিভিন্ন ট্যাবে মাল্টিটাস্ক, সহজেই ওয়েবপেজ পড়ার ক্ষমতা এবং মোবাইল স্ক্রীন এর অধিকাংশ ব্যবহার করার মধ্যে দিয়ে ব্যবহারকারীর ভালো অভিজ্ঞতার সুযোগ দেয়। এটির মাধ্যমে আপনি পরবর্তীতে পড়ার জন্য বা সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করার জন্য যেকোন পেজ সেভ করে রাখতে পারবেন। ডাউনলোড ম্যানেজার এর মাধ্যমে আপনার সুবিধার্থে রিযিউম অপশানসহ আপনি যেকোন ধরনের কন্টেন্ট আপনার ডিভাইসে ডাউনলোড করতে পারবেন।
ডাউনলোড করুনঃ Opera Mini Latest Version For Android
ডাউনলোড করুনঃ UC মিনি লেটেস্ট ভার্শন আন্ড্রয়েড এর জন্য
সবাইকে ধন্যবাদ আমার টিউন পড়ার জন্য।
বিদায় নিলাম।
আমি হাবলু উসামা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হাবলু উসামা। আমার সম্পর্কে বিস্তারিত জানতে হলে: এখানে ক্লিক করুন। ধন্যবাদ!