আমরা দৈনিক স্কুল, কলেজ বা অফিস,মিটিংসহ ভিন্ন ভিন্ন সব জায়গায় পড়াশুনা বা কাজ করি, যেখানে আমাদের মোবাইল সাইলেন্ট মোডে রাখার দরকার হয়। কিন্তু প্রায়ই ঐ সকল দরকারি কাজের সময় আমাদের মোবাইল ফোনটি সাইলেন্ট করতে ভুলে যায়। তখন হয়ত কারো কল বা ম্যাসেজের রিং আমাদের সাথে সাথে অন্যদের কেও বিরক্ত করতে পারে।
তাই আজ আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপ শেয়ার করব যার সাহায্যে কাজের ঠিক আগ মুহূতে অটোমেটিক আপনার মোবাইল সাইলেন্ট মোডে চলে যাবে। আর সেই কাজের সময় পর আবার অটোমেটিক আপনার মোবাইল জেনারেল মোডে চলে আসবে।
এই পদ্ধতিতে আমরা একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করব যা ঐ অ্যাপে আপনার সেট করা দিন/তারিখ ও সময় অনুযায়ী সাইলেন্ট মোডে চলে যাবে এবং আপনার সেট করা দিন/তারিখ ও সময় অনুযায়ী সাধারন মোডে চলে আসবে। এই অ্যাপে বিভিন্ন অনুষ্ঠানের নাম অনুযায়ী সাইলেন্ট মোড নির্ধারণ করতে পারবেন। তাহলে চলুন শুরু করি কিভাবে অটোমেটিক সাইলেন্ট ও জেনারেল মোডে চলে যাবে আপনার মোবাইল।
১) অটোমেটিক আপনার মোবাইল সাইলেন্ট করার জন্য প্রথমে আপনি এখান থেকে অ্যাপটি ডাউনলোড করুন এবং ইন্সটল করুন।
২) এরপর ঐ অ্যাপের Add Event -এ ক্লিক করুন।
৩) তারপর ইভেন্টের নাম এবং দিন নির্ধারণ করে অটোমেটিক আপনার মোবাইল সাইলেন্ট হওয়ার জন্য Start time -এ সাইলেন্ট হওয়ার সময় এবং End Time-এ জেনারেল (রিং) মোডে যাওয়ার সময় সেট করে দিন।
৪)আপনি নোটিফিকেশনসহ অন্যান্য এলার্ট সেটিংসে সেট করতে পারেন।
৫) এখন Save ক্লিক করুন এবং আপনার ইভেন্টে আপনার নির্ধারিত সময়সূচী অনুযায়ী অটোমেটিক মোবাইল সাইলেন্ট ও জেনারেল মোডে চলে আসবে।
আপনি উপরের ধাপগুলো সঠিকভাবে করতে পারলে আপনি অবশ্যই অটোমেটিক সাইলেন্ট ও জেনারেল মোডের অপশন চালু করতে পারবেন আপনার মোবাইলে।
আমার অন্যান্য টিউনগুলোঃ
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। ভাল থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকেই।
টিউনটি এখান থেকে সংগ্রহীত।
আর হ্যাঁ, সময় পেলে ঘুরে আসবেন আমার নতুন টেক বিষয়ক সাইট BEST5TRICK থেকে।আর টিউনগুলো ভালো লাগলে লাইক ও শেয়ার করে অ্যাক্টিভ থাকুন।
আমি রকি দাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শিখাতে নয় শিখতে এসেছি, জানাতে নয় জানতে এসেছি।
চমৎকার টিউন