আজ থেকে আপনার আর ম্যাসেজ পড়া লাগবে না, ম্যাসেজ টি আপনাকে Automatic পড়ে শুনাবে আপনার এন্ডুয়েড ফোন মাত্র 76 KB অ্যাপস দিয়ে।

আসসালামু আলাইকুম।

প্রিয় বন্ধুরা,  আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন এই কামনা রইলো।

আমরা মাঝে মধ্যেই দেখি যে টিউনার ভাইয়ারা টিউন করেন পিসি তে কিভাবে ডুপ্লিকেট ফাইল গুলা ডিলেট করবেন। কিন্তু কেউ তো মোবাইল এর ডুপ্লিকেট ফাইলগুলা ডিলেট করার টিউন করে না। তাই এবার আমি আপনাদের জন্য এই টিউনটিই নিয়ে এলাম।

আমার আজকের টিউনের টাইটেল দেখে কি চমকে উঠলেন? চমকে যাওয়ার মতই টিউন করছি।

এর আগে তো Caller Name Talker পাইছিলেন যেটা দিয়ে Caller এর নাম জানা যেত।

অাজ আমি দিচ্ছি Sms Talker এটি আপনার কাঙ্কিত ম্যাসেজটি পড়ে শুনাবে।

এই অ্যাপসটিতে Caller Name Talker এবং Sms Talker দুইই আছে। ইচ্ছা করলে আপনি দুটো সার্ভিস একসাথে পেতে পারেন।

তাহলে নিচের লিংকে যত তাড়াতাড়ি পারেন ডাউনলোড করে নেন।

Spoken caller name.apk (76 KB)

এবার আপনার ফোনে অ্যাপসটি ইনস্টল দিন তারপর ওপেন করুন।

এবার নিএর স্ক্রিনশট এর মত সেটিং করে নিন।

স্কিনসর্ট টি ভালোকরে দেখে নিন।

Enable Call Alert এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনার সেটে যে কল দিবে তার নাম বলে দিবে।

Enable Sms Alert এখানে ক্লিক করুন। আপনার নাম্বারে যে ম্যাসেজ দিবে তার নাম ও ম্যাসেজটি পড়ে দিবে।

অাশাকরি সবাই বুঝতে পেরেছেন।

সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো থাকুন এবং সব সময় Techtunes.Com.bd এর সাথেই থাকুন।

Level 0

আমি শিমুল আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার মোবাইলে সব বাংলা। এসএমএসও বাংলাতেই আসে, সো এই অ্যাপ আমার দরকার নাই।