whatsapp install হয় কিন্তু open করা জায় না।নিয়ে নিন আমার উদ্ভাবিত একটি উপায়।আশা করি একটু হলেও উপকৃত হবেন।।।

সবাইকে সালাম আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এবারের টিউন।আশা করি আপনারা সবাই ভালই আছেন আমিও আপনাদের সকলের দোয়ায় ভালই আছি।জাই হক এই কোরবানি ঈদের দুই দিন আগে আমার লেপটপ এবং মোবাইল চুরি হয়ে জায় আর তাই আমি মোবাইল টা চুরি হয়ে জাওয়ায় এবং হাতে কম টাকা থাকায় আপাজত সিম্পনি w72 একটা মোবাইল নিলাম।কিন্তু রেম আর স্পিডের অবস্থা দেখে মাথায় আগুন আর তাই দেরি না করে samsung galaxy s5 custom rom দিলাম।ভালই চলতেচে মোটামুটি কিন্তু প্যাকড়া টা ভাদল যখন whasapp install দিলাম।wahtsapp install হয় কিন্তু ওপেন করা জায় না।

তখন আমি চাইলেই অন্য রম ইউজ করতে পারতাম যে গুলায় সফল ভাবে whatsapp support করত।সেটা না করে ভাবতে লাগলাম আমি না হয় এই রম ইউজ করতে গিয়ে whasapp থেকে বঞ্চিত হলাম অনেকের তো এমনি whasapp support করে না বা আবার অনেকে রম পরিবর্তন ও করতে পারেনা।তাই তাদের সকলের জন্য আমার এই সিমিত প্রচেষ্টা।।আগেই বলে রাখি ভাই এই ধরনের টিউন আমি জানি না আগে করা হয়েছে কিনা যদি করা হয় তবে সেটা সম্পুর্ন ভাবে আমার অজানা আবার কেউ যদি ট্রিক্স টা আগে থেকেই জেনে থাকেন তবে আমার বাকি লেখা আপনি কষ্ট করে না পরলেও পারেন,কারন আপনার কাচে যেই জিনিশ একদম সহজ মনে হয় ঐ জিনিশ অনকের কাচে পাথরের মত ভোজা মনে হতে পারে।জাই হক অনেক বক বক করে পেললাম এইবার সরাসরি কাজের কথায় চলে জাই।
প্রথমেই প্লে স্টোরে লগিন করে নিন।লগিন করার পর whatsapp লিখে সার্স করেন তারপর whatsapp install করেন, install করার পর আমার মত করুন অবস্থা শুধু মাত্র uninstall লেখা আসে open লেখা আসে না।

 

 

 

 

এবার আপনি আপনার মোবাইলের settings option থেকে add account option খুজে বের করুন।যেখান থেকে সরাসরি প্লে স্টোর সহ অনেক ধরনের একাউন্ট এড করা জায়।অনেকের এটা মেইন লিস্টে থাকে আবার অনকের একাউন্ট বেকাপ/ক্লাউড নামে আলাদা একটা option থাকে।আমার টা আমি
settings-backup option এ পেয়েছি।

আমি আশ করি আপনি সফল ভাবেই এড একাউন্ট option টি খুজে পেয়েছেন।এবার এখানে আপনি আমার মত এড একাউন্টে ক্লিক করলে whatsapp নামে একটি অপসান খুজে পাবেন।এখন whatsapp এ ক্লিক করেন।

ক্লিক করলে দেখবেন wahtsapp টি open হবে এবং আপনার কাচে নাম্বার ভেরিফাই করতে বলবে আপনি আপনার কাংখিত নাম্বার টি দিয়ে ভেরি ফাই করে নিন।নিছে আমি আমার ওপেন হওয়া একাউন্ট ভেরিফাই করার পুর্বের সর্ট দিলাম।

যাই হক আমাদের একাউন্ট ভেরিফাইর কাজ শেষ।এবার হল আর একটি গুরুত্ব পুর্ন সমস্যা আপনি যখন whatsapp install করসেন তখন সেটা রেম এর মধ্যে ইন্সটল হইসে ঠিকই কিন্তু এপ্স লিস্টে এড হয় নি আর এপ্স লিস্টে যখন whatsapp নাই তাহলে ওপেন করবেন কি ভাবে???হুম তাদের জন্য একটি উপায় বলে দিচ্ছি।যাদের মোবাইলে widgets option টা আছে (এটা আমার জানা মতে ginger brand বা ice cream sendwich ছাড়া আর বাকি সকল মোবাইলেই আছে।আমার ধারনা ভুলো হতে পারে) তারা widgets list এ গেলে আমার মত whatsapp camera নামে একটা অপসান পাবেন।এটা আপনার apps list বা home screen এ নিয়ে আসেন।

এখন whatsapp camera widgets ওপেন করে একটা পিক capture করে টিক মার্কে ক্লিক করে যে কাউর সাথে পিক টা সেয়ার করে দিলেই whasapp এ ডুকতে পারবেন।আর যদি কাউকে পিক পাঠাতে না চান তাহলে পিক টা আপলোড হবার আগেই দ্রুত ক্রস এর মধ্যে ক্লিক করে দিন তার পর পিক টাকে সিলেক্ট করে remobe/deleat করে দিন।অথবা আপনি সরাসরি ডাটা কানেকসান বন্ধ রেখেও এই কাজটা করতে পারেন।জাই হক আজ এই পর্যন্তই।সবাই ভাল থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য ভাল কিছু নিয়ে আসতে পারি।কোন কিছু বুজতে অসুবিধা হলে এবং উপকৃত হলে টিউমেন্ট করে জানাতে ভুলবেন না।কোন ধরনের ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমা ও সোন্দর দৃষ্টিতে দেখবেন।লাইব সাপোর্ট কবিরাজি দাওয়াখানা ফেচবুক এখানেই

Level 2

আমি সাইবার গোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানতে আর শিখতে চাই অনেক কিসু কিন্তু দুষ্ট বুদ্ধির কারনে কিসুই শিখা হয় না।।। আইটি-কম্পিউটার আর ইন্টারনেট পাগল....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

@স্বপ্নিল হাসান:-আপনাকেও ধন্যবাদ টিউমেন্ট করার জন্য।