টিউন পড়ার আগে কয়েকটি উপদেশ♪♪♪♪♪♪♪♪♪♪♪♪
ভাববেন না ~~
এগুলো আমি দিচ্ছি না।।
এগুলো কিছু বিখ্যাত মানুষদের।।।
এগুলো পড়লে খুব ভালো লাগবে।।
এবং এগুলো পড়লে টিউন পড়তে
আপনাকে আগ্রহী করবে।।
so আগে উপদেশ কয়টি
পড়ে নিন →→→↓↓↓↓
★ আগুনকে যে ভয় পায়, সে আগুনকে ব্যবহার করতে পারে না ≠≠≠ ≠≠≠
★ অর্থহীন সহস্র বাক্য অপেক্ষা একটিমাত্র সার্থক বাক্য যা শুনে লোকে শান্তি লাভ করে তাই শ্রেয় ≠≠≠ ≠≠≠
★ যা তুমি নিজে করো না বা করতে পারো না, তা অন্যকে উপদেশ দিও না ≠≠≠ ≠≠≠
★ অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন ≠≠≠ ≠≠≠
★ জগতে শত্রুতার দ্বারা কখনো শত্রুতার উপশম হয় না, মিত্রতার দ্বারাই শত্রুতার উপশম হয় ≠≠≠ ≠≠≠
★কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। ≠≠≠ ≠≠≠
সুপ্রিয় ★টেকটিউনার★ সবাই কেমন আছেন?
অাশাকরি সবাই ভালোই অাছেন?
অার ভালো থাক বেন বাই না কেন
টেকটিউন এর মত এমন একটি
সাইটের সাথে থাকলে ভালো থাকা অনিবার্জ।
অাপনাদের আশীর্বাদে অামিও মোটামুটি ভালো অাছি।।
আমি টেকটিউন এ আছি অনেকদিন প্রায়!
এর অাগেও অামি অাপনাদের সাথে বেশকিছু
টিউন শেয়ার করেছি।।।
জানিনা আপনাদের ভালো লেগেছে কিনা।।
কিন্তু আমি অাশাকরি অাপনারা
আমার টিউনগুলো পছন্দ করেছেন।।।
প্রতিবারের মত অাজ অামি
অপনাদের জন্য নিয়ে এলাম
একটি ভিন্ন ধরনের টিউন।।।
কথা বাড়িয়ে আর লাভ নাই।।
তাহলে শুরু করা যাক→→→→→→→→
↓↓↓↓↓↓↓↓ ↓↓↓↓↓↓↓↓ ↓↓↓↓↓↓↓↓ ↓↓↓↓↓↓↓↓ ↓↓↓↓↓↓↓↓ ↓↓↓↓↓↓
আমরা যারা গুগলের
অ্যান্ড্রয়েড নির্ভর স্মার্ট
ফোন ব্যবহার করি তাদের
একটি কমন অভিযোগ হল
ডিভাইস গুলোর ক্যামেরা।
সত্যি বলতে আমার কাছে ডিফল্ট ক্যামেরার ইন্টারফেস
এতোটাই বাজে লাগে যে বাধ্য
হয়ে আমি অন্য ক্যামেরা অ্যাপ
ব্যবহার করি।
আর এমন অনেক অপশন আছে
যেগুলো খুবই দরকারি কিন্তু
ডিফল্ট ক্যামেরাতে নেই।
অবশেষে এতো এতো
অভিযোগের কারনে গুগল তাদের
নতুন অ্যান্ড্রয়েড ভার্শন “অ্যান্ড্রয়েড এম” এ
আপডেটেড ক্যামেরা অ্যাপ
দিয়েছে।
চলুন এক ঝলক দেখে নেয়া যাক
কি কি নতুন বা মোডিফাই
ফিচার অ্যাড করা হয়ছে
“অ্যান্ড্রয়েড এম” ক্যামেরাতে-
১। সবার আগে যে বিষয়টি লক্ষ
করবেন সেটি হল এর ফোকাস
অ্যানিমেশন।
২। আগের থেকে অনেক গুন দ্রুত
আধুনিক HDR অপশন।
৩। পাবেন নতুন অ্যানিমেশন
ভিউইং অপশন যখন কোন ইমেজ
ফোকাস করবেন।
৪। সর্বশেষ তোলা ছবিটি উপরে
ডান পাসে ভিউ হবে (লাইক
নোটিফিকেশন)।
৫। পুরনো লো লাইট এবং নরমাল
অপশনটি বাতিল করে দেয়া
হয়েছে।
৬। সুপার ফাস্ট ছবি তোলার
ক্ষমতা সাথে প্রায় জিরো হাং
কন্ট্রোল।
৭। শুধু ছবি তুলা নয় এতে আপ্নি ভিডিও
করতে পারবেন খুব দারুনভাবে।।
এতো এতো প্রশংসা শোনার পর
নিশ্চই আপনার এখন ক্যামেরা
অ্যাপটি ব্যবহার করতে ইচ্ছে
করছে? তবে আর দেরি কেন?
এখনি নিচে দেয়া লিংকে যেয়ে
ডাউনলোড করে একবার ট্রাই করে দেখুন। আশা করছি
আপনাদের পছন্দ হবে।
গুগল প্লে ডাউনলোড লিংক
https://play.google.com/store/apps/details?id=com.google.android.GoogleCamera
এবার হলো candy camera।।
এটি আর বেশি কিছু লিখলাম না।।
download করলেই খুব ভালোভাবে
বুঝতে পারবেন।।
download link -- https://play.google.com/store/apps/details?id=com.joeware.android.gpulumera
অ্যাপস টি ভালো লাগলে
অবশ্যই শেয়ার করে আপনার
বন্ধুদের দেখার সুযোগ করে
দিবেন। আর হ্যাঁ আপনার যদি
কোন প্রশ্ন বা মতামত থাকে
তবে অবশ্যই সেটি টিউমেন্ট বক্সে জানাবেন।
শেষ কথা : - আজ এই পযন্ত
সর্বশেষে আমি বলবো যে,
টিউনটি যদি আপনাদের ভালো লেগে
থাকে তাহলে আমাকে একটু জানাবেন~
অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা
হয় তাহলে আমাকে টিউমেন্টের
মাধ্যমে জানাতে ভুলবেন না।
আপনাদের একটি টিউনমেন্ট
আমাকে আরও টিউন করতে
আগ্রহী করে তুলবে।
আশা করি আগামীতে আপনাদেরকে
আরোও ভালো মানের টিউন উপহার
দেওয়ার চেষ্টা করবো।
আরেকটা কথা আমার *pc* নাই
so সবকিছুই ★Android★
দিয়ে করতে হয় তাই সর্বশেষ
যে কথাটি বলবো সেটা হলো,
আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। আপনাদের সকলের শুভকামনা করে আজকে এখানেই শেষ করছি।যাদের টেকটিউনে একাউন্ট নেই তাদের টিউনটি বুঝতে কোন অসুবিধা হলে আমাকে ফেসবুকে জানাতে পারেন। আমি যতটুকু পারি আপনাদেরকে সহযোগীতা করার চেষ্ঠা করবো।।
আমাকে যদি দরকার লাগে
তাহলে যোগাযোগ করতে পারেন।।
আমার নং
01988971912
01931960548
01757900758
01703961320
01876178853
s♥
আমি সচ্চিদানন্দ মণ্ডল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।