নিয়ে নিন বাংলা খোয়াবনামা বইয়ের pdf ও app এবং এর মাদ্ধমে জেনে নিন আপনার দেখা সকল স্বপ্নের ব্যাখ্যা।

আচ্ছালামুআলাইকুম

আজকে আমার ৭ম টিউনে নিয়ে এসেছি একটা ইসলামিক বই খোয়াবনামা বা স্বপ্নের ব্যাখ্যা এর বাংলা pdf বই  ও Android app।

এই বইএর কথা আলাদা করে বলার কিছু নেই আমরা সবাই জানি এই বইয়ের কাজের কথা। এই বইয়ের মাদ্ধমে আমরা জানতে পারি আমাদের দেখা সকল স্বপ্নের ব্যাখ্যা।

আমাদের স্বপ্ন আমাদের অতিত বর্তমান ভবিষৎ নিয়ে হয়ে থাকে।  কিন্তু আমরা কয়জনই বা জানি আমাদের দেখা স্বপ্নের মানে বা ব্যাখ্যা। তাই তাদের জন্য আজকের এই টিউন।

এখানে সেয়ার করলাম কারণ অনলাইনে এই বইয়ের ডাউনলোড লিংক খুজে পায়না অনেকে। আমার কাছে থেকে অনেকে এই বই নিয়েছে। আবার আমার আপলোড কৃত pdf বই দিয়ে eKushy app team একটা app বানিয়েছে যেটা আমি সেয়ার করেছি। তবে অ্যাপটি ইন্টারনেট চালু করে চালাইতে হয়।

মুল লেখকঃ আল্লামা ইবনে সীরীন(রহঃ)

বাংলা অনুবাদ করেছেনঃ মাওলানা মুহাম্মদ আবূ আশরাফ

♥ বাংলা খোয়াবনামা pdf ডাউনলোড করতে ভিজিট করুন→ এখানে 

♥ বাংলা খোয়াবনামা app ডাউনলোড করতে ভিজিট করুন →Google play অথবা এখানে

 

বাংলা খোয়াবনামা pdf এর স্কিনসট:↓

বাংলা খোয়াবনামা app এর স্কিনসট:↓

★★★

আমার আগের টিউন দেখতে ভিজিট করুন→ এখানে

আমার পূর্বের সর্বশেষ টিউনঃ

নিয়ে নিন আপনার এন্ড্রুইড মোবাইলের জন্য TechTunes App -এখন থেকে অতি সহযে ভিজিট করবেন টেকটিউনসে এবং টিউন করবেন মোবাইল থেকে। প্রয়জন না হলেও অন্তত টিউনটি দেখুন আপনার কাজে দিবে ১০০%

 

মোবাইল দিয়ে টিউন করলাম কোন ভুলত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

যেকোন প্রয়জনে →ফেসবুকে আমি

উপকৃত হলে টিউমেন্ট করতে ভুলবেন না।

Level 1

আমি Masum Billa। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফাইল পাবলিকলি পারমিশন দিয়ে পরে টিউন করেন ভাইজান -_-

Level New

Ki vai post koira moja lon naki?

#Bootable Ishraque ধন্যবাদ ভাই আপনার কথাতে অরেক বড় উপকার হলো। আমি এন্ড্রুইড মোবাইল কিনেছি ১০-১৫ দিন হলো আর গুগল ড্রাইভ চালু করছি ২-৩ দিন হলো আমি খেয়ালই করি নাই যে লিংক সেয়ারিং চালু করতে হবে। আপনার টিউমেন্ট দেখে চালু করলাম। এখন জোন সমস্যা নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ

#nightflower33 কথাটা ভালো করে বললেই পারতেন। মানুষ না জেনে অনেক ভুলই করে। আমার অজানা ছিল যে লিংক সেয়ারিং চালু করতে হয়। এখন সব ঠিক আছে

অনেক দিন থেকে এইটা খুজছি এমনকি লাইব্রেরি তেও!! অনেক ধন্যবাদ ভাই …শেয়ার না করলে কেনাই লাগতো!!

পিডিএফ ডাউনলোডের লিংক ঠিক করেন।

কেউকি বলতে পারেন pdf বই কোন সাইটে আপলোড দিব?
আমি mediafire ও bdupload এ আপলোড করেছি দুইটাতেই সমস্যা।আবার google drive এ আপলোড দিলাম এখন দেখছি ডাউনলোড লিংক শো করতেছে না।

সবচেয়ে ভাল হয় zippyshare এ দিলে।

media আগুন এ দিতে পারেন 😛