আচ্ছালামুআলাইকুম
আজকে আমার ৭ম টিউনে নিয়ে এসেছি একটা ইসলামিক বই খোয়াবনামা বা স্বপ্নের ব্যাখ্যা এর বাংলা pdf বই ও Android app।
এই বইএর কথা আলাদা করে বলার কিছু নেই আমরা সবাই জানি এই বইয়ের কাজের কথা। এই বইয়ের মাদ্ধমে আমরা জানতে পারি আমাদের দেখা সকল স্বপ্নের ব্যাখ্যা।
আমাদের স্বপ্ন আমাদের অতিত বর্তমান ভবিষৎ নিয়ে হয়ে থাকে। কিন্তু আমরা কয়জনই বা জানি আমাদের দেখা স্বপ্নের মানে বা ব্যাখ্যা। তাই তাদের জন্য আজকের এই টিউন।
এখানে সেয়ার করলাম কারণ অনলাইনে এই বইয়ের ডাউনলোড লিংক খুজে পায়না অনেকে। আমার কাছে থেকে অনেকে এই বই নিয়েছে। আবার আমার আপলোড কৃত pdf বই দিয়ে eKushy app team একটা app বানিয়েছে যেটা আমি সেয়ার করেছি। তবে অ্যাপটি ইন্টারনেট চালু করে চালাইতে হয়।
মুল লেখকঃ আল্লামা ইবনে সীরীন(রহঃ)
বাংলা অনুবাদ করেছেনঃ মাওলানা মুহাম্মদ আবূ আশরাফ
♥ বাংলা খোয়াবনামা pdf ডাউনলোড করতে ভিজিট করুন→ এখানে
♥ বাংলা খোয়াবনামা app ডাউনলোড করতে ভিজিট করুন →Google play অথবা এখানে
বাংলা খোয়াবনামা pdf এর স্কিনসট:↓
বাংলা খোয়াবনামা app এর স্কিনসট:↓
★★★
আমার আগের টিউন দেখতে ভিজিট করুন→ এখানে
আমার পূর্বের সর্বশেষ টিউনঃ
মোবাইল দিয়ে টিউন করলাম কোন ভুলত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
যেকোন প্রয়জনে →ফেসবুকে আমি
উপকৃত হলে টিউমেন্ট করতে ভুলবেন না।
আমি Masum Billa। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফাইল পাবলিকলি পারমিশন দিয়ে পরে টিউন করেন ভাইজান -_-