নিয়ে নিন ১০০জন বিখ্যাত মানবের জীবনী দেওয়া এক্টা Android আপ।।। ব্যাপক ব্যাপক ব্যাপক কাজের।।।

টিউন পড়ার আগে কয়েকটি উপদেশ♪♪♪♪♪♪♪♪♪♪♪♪
ভাববেন না ~~
এগুলো আমি দিচ্ছি না।।
এগুলো কিছু বিখ্যাত মানুষদের।।।
এগুলো পড়লে খুব ভালো লাগবে।।
এবং এগুলো পড়লে টিউন পড়তে
আপনাকে আগ্রহী করবে।।
so আগে উপদেশ কয়টি
পড়ে নিন →→→↓↓↓↓

★ আগুনকে যে ভয় পায়, সে আগুনকে ব্যবহার করতে পারে না ≠≠≠ ≠≠≠

★ অর্থহীন সহস্র বাক্য অপেক্ষা একটিমাত্র সার্থক বাক্য যা শুনে লোকে শান্তি লাভ করে তাই শ্রেয় ≠≠≠ ≠≠≠

★ যা তুমি নিজে করো না বা করতে পারো না, তা অন্যকে উপদেশ দিও না ≠≠≠ ≠≠≠

★ অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন ≠≠≠ ≠≠≠

★ জগতে শত্রুতার দ্বারা কখনো শত্রুতার উপশম হয় না, মিত্রতার দ্বারাই শত্রুতার উপশম হয় ≠≠≠ ≠≠≠

★কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। ≠≠≠ ≠≠≠

সুপ্রিয় ★টেকটিউনার★ সবাই কেমন আছেন?
অাশাকরি সবাই ভালোই অাছেন?
অার ভালো থাক বেন বাই না কেন
টেকটিউন এর মত এমন একটি
সাইটের সাথে থাকলে ভালো থাকা অনিবার্জ।
অাপনাদের আশীর্বাদে অামিও মোটামুটি ভালো অাছি।।
আমি টেকটিউন এ আছি অনেকদিন প্রায়!
এর অাগেও অামি অাপনাদের সাথে বেশকিছু
টিউন শেয়ার করেছি।।।
জানিনা আপনাদের ভালো লেগেছে কিনা।।
কিন্তু আমি অাশাকরি অাপনারা
আমার টিউনগুলো পছন্দ করেছেন।।।
প্রতিবারের মত অাজ অামি
অপনাদের জন্য নিয়ে এলাম
একটি ভিন্ন ধরনের টিউন।।।
কথা বাড়িয়ে আর লাভ নাই।।
তাহলে শুরু করা যাক→→→→→→→→
↓↓↓↓↓↓↓↓ ↓↓↓↓↓↓↓↓ ↓↓↓↓↓↓↓↓ ↓↓↓↓↓↓↓↓ ↓↓↓↓↓↓↓↓ ↓↓↓↓↓↓

আমাদের এ সুন্দর পৃথিবীতে এসেছেন অনেক জ্ঞানী-গুণীজন, ধর্ম প্রচারক, প্রতাপশালী রাজা-বাদশাহ, ক্ষমতা ধর নেতা, বীরযোদ্ধা, গবেষক, নির্মাতা, উদ্ভাবক, লেখক, কবি ইত্যাদি। তাঁদের মধ্যে কেউ পৃথিবীতে এনেছে খুশির জোয়ার, কেউ এনেছে ভয়াবহ বিপর্যয়, কেউ দিয়েছে মানব জীবনে শান্তি, কেউ এনেছে অশান্তি। কারণ আল্লাহ তায়ালা আমাদের পরীক্ষা ছাড়া দুনিয়া থেকে নিবেন না। আর এই পরীক্ষার জন্য তিনি আমাদের সকল কিছুর ব্যবস্থা করে দেন। আমরা সেই ব্যবস্থা পাওয়ার পর কী করি তাই হলো পরীক্ষা। ভালো করলে অনন্ত শান্তি না করলে সারা জীবনের জন্য শাস্তি।
এই অ্যাপসে ১০০জন বিখ্যাত মানবের জীবনী দেওয়া হয়েছে। আমাদের কোন এখতিয়ার নেই এটা বিচার করা যে কে শান্তি বা শাস্তি পাবে। এটি আল্লাহ তায়ালাই বিচার করবেন।
আমাদের এই অ্যাপের মাধ্যমে বাংলা ভাষা-ভাসি ভাই-বোনরা শিখতে ও জানতে পারবেন কিভাবে জ্ঞানীরা তাদের জীবন অতিবাহীত করতেন। তাঁদের ও আমাদের মধ্যে পার্থক্য কোথায়। তখন অনেক মনীষী তাঁদের জীবনের শেষ পর্যন্ত আমাদের জন্য কী করেছে আর আমারা কী করছি?
আমাদের দেশে সবই আছে, নদী, মাছ, গোবাদি পশু, খাদ্য, প্রাকৃতিক খনিজ সবচেয়ে বড় যেটা আমাদের সবচেয়ে বেশি তা হলো জণশক্তি। এখানে স্বাধীনতা পর যেটার অভাব খুব বেশি ছিল সেটা হলো ইচ্ছা শক্তি। এই ইচ্ছা শক্তি কারণে মালয়েশিয়া আমাদের বিশ বছর পর স্বাধীন হওয়ার পরও তাদের অগ্রগতি আমাদের চেয়ে ১০গুণ বেশি।
আমাদেরও বসে থাকলে চলবে না কাঁধে কাঁদ মিলে দেশকে এগিয়ে নিতে হবে। সেই জন্য চাই সঠিক জ্ঞান যা আমাদের শক্তি যোগাবে এবং জাগাবে ইচ্ছা শক্তি। সেই ইচ্ছা শক্তির প্রেরণা যারা, যাদের জীবনী থেকে নিতে পারি অনেক তথ্য তাঁদের নিয়েই মূলত আমাদের অ্যাপস।
নিচে ১০০জণ বিখ্যাত মনীষীর তালিকা দেয়া হলোঃ

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)
হযরত ইশা (আ.)
হযরত মূসা(আ.)
হযরত দাঊদ (আঃ)
হযরত সুলায়মান (আঃ)
হযরত আবু বকর (রাঃ)
হযরত উমার (রাঃ)
হযরত আবু উসমান (রাঃ)
হযরত আবু আলী (রাঃ)
গৌতম বুদ্ধ
স্যার আইজাক নিউটন
উইলিয়ম শেকস্পীয়র
আলবার্ট আইনস্টাইন
ক্রিস্টোফার কলম্বাস
অ্যারিস্টটল
আল ফারাবী
আর্কিমিডিস
সম্রাট অশোক
ইমাম বোখারী (র.)
ইমাম আবু হানিফা (র.)
ইবনে সিনা
লুই পাস্তুর
আব্রাহাম লিঙ্কন
জন কিটস
মাইকেলেঞ্জেলো
লিওনার্দো দ্য ভিঞ্চি
আল বেরুনী
সক্রেটিস
প্লেটো
চার্লস ডারউইন্
আব্বাস ইবনে ফিরনাস
কার্ল মার্কস
হ্যানিম্যান
ইবনুন নাফিস
নেপোলিয়ন বোনাপার্ট
ভাস্করাচার্য
আলেকজান্ডার ফ্লেমিং
ইবনে খালদুন
ওয়াল্ট হুইটম্যান
আলেকজান্ডার দি গ্রেট
লেনিন
জাবির ইবনে হাইয়ান
মুস্তফা কামাল আতাতুর্ক পাশা
মাও সে তুং
পাবলো পিকাসো
হেলেন কেলার
বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
চার্লি চ্যাপলিন
জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
চার্লস ডিকেন্স্
এ্যডলফ হিটলার
আল বাত্তানী
মাক্সিম গোর্কি
রাইট ব্রাদার্স
ওমর খৈয়াম
মেরী কুরী
কনফুসিয়াস
বারট্রান্ড রাসেল
ইয়াসির আরাফাত
হযরত রুমী (র.)
জোহন কেপলার
জোহান্স গুটেনবার্গ
জুলিয়াস সিজার
গুলিয়েলমো মার্কোনি
রাণী এলিজাবেথ
জোসেফ স্টালিন
ফ্রান্সিস বেকন্
জেমস ওয়াট
চেঙ্গিস খাঁন
আল্লামা শেক সা’দী (রঃ)
সিগমুন্ড ফ্রয়েড
আলেকজান্ডার গ্রাহামবেল
ইমাম খোমেনী
মহাকবি হাফিজ
গ্যালিলিও গ্যালিলাই
হো চি মিন
মহাকবি ফেরদৌসী
মহাত্মা গান্ধীজী
ইমাম গাজ্জালী (র.)
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
হিপোক্রেটস
জগদীশচন্দ্র বসু
জন মিলটন
জর্জ ওয়াশিংটন
উইলিয়াম হার্ভে
ইবনে রুশদ
পিথাগোরাস
ডেভিড লিভিংস্টোন
নিকোলাস কোপার্নিকাস
টমাস আলভা এডিসন
এন্টনি লরেন্ট ল্যাভোশিঁয়ে
এডওয়ার্ড জেনার
ফ্লোরেন্স নাইটিংগেল
হেনরিক ইবসেন
জর্জ বার্নার্ড শ
মার্টিন লুথার কিং
সত্যজিৎ রায়
মহাকবি নিজামী
চে গুয়েভারা

অবশ্যোই বুঝতে পারছেন আপ টা কি কাজের।।
আর দেরি না করে ডাউনলোড করুন।।
প্লে স্টোর লিনক

https://play.google.com/store/apps/details?id=com.onlineeducare.hundredgreatscholars

শেষ কথা : - আজ এই পযন্ত
সর্বশেষে আমি বলবো যে,
টিউনটি যদি আপনাদের ভালো লেগে
থাকে তাহলে আমাকে একটু জানাবেন~
অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা
হয় তাহলে আমাকে টিউমেন্টের
মাধ্যমে জানাতে ভুলবেন না।
আপনাদের একটি টিউনমেন্ট
আমাকে আরও টিউন করতে
আগ্রহী করে তুলবে।
আশা করি আগামীতে আপনাদেরকে
আরোও ভালো মানের টিউন উপহার
দেওয়ার চেষ্টা করবো।
আরেকটা কথা আমার *pc* নাই
so সবকিছুই ★Android★
দিয়ে করতে হয় তাই সর্বশেষ
যে কথাটি বলবো সেটা হলো,
আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। আপনাদের সকলের শুভকামনা করে আজকে এখানেই শেষ করছি।যাদের টেকটিউনে একাউন্ট নেই তাদের টিউনটি বুঝতে কোন অসুবিধা হলে আমাকে ফেসবুকে জানাতে পারেন। আমি যতটুকু পারি আপনাদেরকে সহযোগীতা করার চেষ্ঠা করবো।।
আমাকে যদি দরকার লাগে
তাহলে যোগাযোগ করতে পারেন।।

ফেসবুকে আমি

আমার নং
01988971912
01931960548
01757900758
01703961320
01876178853

s♥

Level 0

আমি সচ্চিদানন্দ মণ্ডল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস