আচ্ছালামুআলাইকুম
আজ আমি আমার ৫ম টিউন নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য একটা একটা অ্যাপ নিয়ে।
নামঃ Tech Tunes.apk
তৈরি করেছি আমি। আর এটা পরিক্ষা করেছি আমার মোবাইলে সফল ভাবে।
এমনকি এই অ্যাপ দিয়েই আমি এই টিউন লিখছি এখন।
আমি টিটি তে ভিজিট করা শুরু করেছি যখন আমি ৯ম শ্রেণীতে যখন আমি মোবাইল ব্যবহার করা শুরু করি ২০১১ সালে। আর টিটিতে আইডি খুলি প্রায় ৩ মাস আগে।
প্রকিদিন না হলে ৫-৯ বার টিটিতে ভিজিট করি যতবার আমি ফেসবুকেও যাইনা।
এখানে আসার একটাই উদ্দেশ্য নতুন কিছু শেখা। এখানে সব অভিজ্ঞদের টিউন পড়ার মাদ্ধমে নিজের অভিজ্ঞতাটা কে বৃদ্ধি করা,প্রযুক্তির সাথে নিজেকে জরিয়ে রাখা।
আমার অ্যাপ তৈরি করার কোন জ্ঞান নেই। কে শেখাবে আমাকে? থাকি গ্রামে। তবুও মনের ইচ্ছা একদিন না একদিন আমি অনলাইনে ইনকাম ও Android app development করা শিখবই ইনশাআল্লাহ।
আমার সেয়ার করা অ্যাপ আমি অন্য কিছু অ্যাপের সাহায্য নিয়ে তৈরি করছি আমার নিজের সুবিধার জন্য। কিন্তু আমি চাই এই সুবিধা অন্যরাও ভোগ করুক তারাই যারা আমার মতো মোবাইএ ব্যবহার করে ভিজিট করতে চায় এবং টিউন করতে চায়।
টিটির অ্যাডমিনদের এর ফলে কোন ক্ষতি হবেনা কারণ এই অ্যাপ দিয়ে তাদের কোন অ্যাড ব্লক হবেনা।
আর কথা না বাড়িয়ে অ্যাপ সম্পর্কে কিছু জেনে নেইঃ
App এর আইকন ↓
এই এপ দিয়ে শুধু মাত্র টেকটিউনস্ ভিজিট করা যাবে।
হোমপেজ↓
এই অ্যাপ দিয়ে টিউন দেখবেন খুব সহজে↓
টিউনের লেখা জুম করে দেখতে পারবেন↓
এই অ্যাপ দিয়ে আপনি টিউনার হলে মোবাইল দিয়ে খুব সহজে আপনার একাউন্টে প্রবেশ করতে পারবেন↓
আপনি এখান থেকে খুব সহজে মোবাইল থেকে টিউন লিখতে পারবেন ↓
টিউন লিখতে পারবেন অনায়াসে। আমি এই টিউন লিখার সময় এই স্কিনসট নিছি↓
অ্যাপ সম্পর্কে প্রায় মৌলিক সব সুবিধার কথাই বললাম এবার ডাউনলোড দিনঃ
এখান থেকে ডাউনলোড করেন techtunes.apk
★★
মোবাইল দিয়ে টিউন করছি কোন ভুল থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
ফেসবুকে চাইলে যোগাযোগ করতে পারেনঃ ফেসবুকে আমি
আমার আগের টিউন দেখতে চাইলেঃ ভিজিট করুন এখানে
আর হা এই টিউনের মাদ্ধমে উপকৃত হলে অশ্যই প্রিয়তে যোগ করবেন,টিউমেন্ট করবেন এবং সেয়ার করতে ভুলবেন না।
আমি Masum Billa। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তে লাভ টা কি হইলো?
মোবাইলে আনঅফিসিয়াল এপ ইন্সটল করে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে যদি বিরক্তিকর সেই ডেক্সটপ ভার্ষন আর বস্তাভর্তি এড দেখা লাগে, তাহলে আপনার এপ ইন্সটল দিয়ে বাড়তি কি সুবিধা পাচ্ছি?
ওয়ার্ডপ্রেস সাইটের মোবাইল এপ তো ক্লাস 2 এর বাচ্চারাও বানাতে পারে। কাজের কাজ কিছু করেন।