"আসসালামু আলাইকুম" আশা করি সকলে ভালো আছেন।আমি দীর্ঘ ২ বছর ধরে টেকটিউনস এর সাথে আছি।তবে এখানে এটি আমার প্রথম টিউন,আশা করি সকলের ভালো লাগবে।
আজ আমি টিউন করব একই সাথে আইওএস ও এন্ড্রয়েড অ্যাপ তৈরি সম্পর্কে তাও আবার কোনো রকম কোডিং ছাড়া। BuildFireএ আপনি আপনার ওয়েবসাইট,ব্যবসা প্রতিষ্ঠান, ইনস্টিটিউট এর জন্য একদম প্রোফোশনাল এন্ড্রয়েড ও আইওএস অ্যাপলিকেশন তৈরি করতে পারবেন।তবে বলি এটি ফ্রি নয়,আপনাকে পেে করতে হবে।
আপনি আপনার প্রতিষ্ঠান এর সমস্ত তথ্য,বিবরণ,ওয়েবসাইট লিঙ্ক যোগ করতে পাবেন ঠিক যেমনটি করেন আপনার ব্লগ সাইটে।এখানে যেকোন রকম অ্যাপ থিম নির্বচন করলেও আপনি এখানে বহু মেনু যোগ করতে পারবেন,যেমন ধরুন: blog,view our site,contact us,join us on facebook,messege us etc।এখানে আপনার ওয়েবসাইট হোস্টিং প্যানেল এর মতন buildfire এ আপনার তৈরিকৃত অ্যাপ এর একটি "সি প্যানেল" পাবেন,এখানে আপনি আপনার অ্যাপ যেকোন থিম চেঞ্জ, তথএখানেিবর্তন বা সেটিংস চেঞ্জ করতে পাবেন এবং এএটি পরিবর্তন যারা যারা আপনার অ্যাপ বব্যবহার করছে তারাও পাবে।আপনার ব্লগ বা ওয়েবসাইট পরিচালনায় যেভাবে ব্লগার বা ওয়ার্ডস ব্যবহার করেনকরেন তেমনই ভাবে এটিও করতে পাবেন।Buildfire এর আরেকটি সুবিধা হল অ্যাপ তৈরির পর তা সরাসরি "এন্ড্রয়েড প্লে স্টোর" এবং "অ্যাপল অ্যাপস্টোর" এ পাবলিশ পেয়ে যাবে।
Buildfire দিয়ে তৈরি অ্যাপ এর থিমও সুন্দর ও ব্যবহারকারি ব্যবহার করে সাচ্ছন্দ পাবে।
আপনারা হয়ত বলবেন অ্যাপ তৈরির নিয়ম কোথায়? কিন্তু আমি সেটি দিলাম না,কেননা এখানে নিয়ম গুলো সহজ।আর এটি প্রোফোশনাল ব্যাবসা প্রতিষ্ঠান, কোম্পানি,ওয়েবসাইট এর জন্য ভালো। কেননা যেহেতু এখানে অনেক সুবিধা দেওয়া হয় তাই মাসিক বা বছরভিত্তিক পেমেন্ট করতে হবে।
এটি আমার প্রথম টিউন তাই ভালো না খারাপ হলো জানি নাা।আশা করি আরও ভালো টিউন উপহার দিব।ধন্যবাদ।
আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।
ভাল লাগলে টিউমেন্ট করুন