android এ এড ব্লক করুন দুটি অ্যাপ দিয়ে, একটি রুট ইউসারদের জন্য, আরেকটি সবার জন্য

আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন। আমিও ভাল আছি।
এই টিউনটি আমি অনেক আগের থেকেই লিখতে চাইছিলাম। কিন্তু সময়ের অভাবে লিখতে পারি নাই।
আপনারা যারা android phone ব্যবহার করেন তারা ভাল করেই যানেন, ইন্টারনেট কানেকশন অন রেখে বেশির ভাগ অ্যাপ ওপেন করলেই বিরক্তিকর এড আসে। তাতে দেখতেও ভাল লাগে না, সাথে এম বি ও কাটে। যেটা খুবই যন্ত্রনার কারন হয়ে দারায়। তাই আমি আজ এর প্রতিকার নিয়ে এলাম।
নিচে দেখে নিন android এর অ্যাপ গুলা এড সহ এবং এড ছাড়া কেমন দেখায়

এড সহ

Screenshot_2015-03-20-00-14-58Screenshot_2015-03-20-00-15-14

এড ছাড়া নিচের মত দেখাবে

without

তাই আপনি নিচের অ্যাপ টি ডাউনলোড করুন আর ইনস্টল করুন। এরপর অ্যাপ টি প্রায় ৫০০কেবির মত হোস্ট ফাইল ডাউনলোড করবে। তারপর ad block enable করলেই কাজ শেষ।

রুট ইউসারদের জন্যঃ

যারা রুট ইউসার তারা তো এমনিতেই সব পারমিশন পেয়ে থাকেন। সো এই অ্যাপ টি দিয়ে ১০০% এড ই ব্লক হবে। তাই কোন চিন্তা নাই।

ডাউনলোড করুন এখানে

size: 1.9mb

নন রুটেড ফোনঃ

যারা রুট করেন নাই তাদের জন্য এড ব্লক করা কিছুদিন আগেই সম্ভব ছিল না। এখনও সেইভাবে সম্ভব না হলেও অন্য ভাবে সম্ভব। নিচের এই অ্যাপ টি সার্ভার কে এটাই দেখাবে যে এড টি আগের থেকেই উপস্তিত আছে। তাই এড আসবে  না। তাই রুট ইউসারদের মতই এটা কাজ করবে। এটা দিয়ে ৮০% এড ই আতকানো যায়।

ডাউনলোড করুন এখানে 

size; 2.8mb

ভালো থাকবেন সবাই।

আমি সন্দ্বিপ কুন্ডু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 57 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai age akbar neyesilam kaj hoi nai aibar dekhi ki hoy.dhonnobad apnake

ami prefer kori ABP…onek valo kaj kore….eder shob version ase i mean chrome,android,iOS etc…
https://adblockplus.org/en