পরমপ্রেমময় মহান সৃর্ষ্টিকর্তার নাম নিয়ে শুরু করছি আজকের টিউন। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি খুব কাজের ও অসম্ভব দারুন একটি অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে কিছু বলব। আশা করি সবাইকে ভালো লাগবে।
যে কোনো স্মার্ট ডিভাইস শিশুদের একটু বেশিই পছন্দ। তবে স্মার্টফোনটি তাদের হাতে দিলে দেখা যায়, কন্টাক্ট লিস্টসহ ফোনের মেমোরি থেকে সবকিছু ডিলিট হয়ে গেছে। হয়ত ইন্টানেট চালু হয়ে ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে ! এমনটি সাধারণত শিশুদের অজান্তেই ঘটে থাকে।
স্মার্টফোনে শিশুদের এমন কার্যকলাপ নিয়ন্ত্রণে ব্যবহার করা যায় ‘কিডস প্লেস – প্যারেন্টাল কন্ট্রোল’ অ্যাপ এর মাধ্যমে।
কি কি ফিচার রয়েছে অ্যাপটিতেঃ-
**অ্যাপটিতে রয়েছে পৃথক হোম স্ক্রিন ডিসপ্লে ব্যবস্থা।
** আপনার অ্যাপ্রুভ করা অ্যাপসগুলো ছাড়া অন্য কোনো অ্যাপস ব্যবহার করতে পারবে না।
**শিশুরা চাইলেও কোন অ্যাপ ইন্টারনেট থেকে কিনতে বা ডাউনলোড করতে পারবে না।
** ফোন কল, এসএমএস ও যে কোনো ধরনের মেসেজিং করতে পারবে না, তাই ভুল করে হলেও আপনার এক টাকাও খরচ হবে না।
**দীর্ঘক্ষণ যাতে শিশুরা স্মার্টফোন চালাতে না পারে এজন্য থাকছে নিদির্ষ্ট টাইমার ফিচার। ফলে নির্ধারিত করে দেওয়া সময় শেষে স্মার্টফোনটি স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে।
**উক্ত অ্যাপটিতে শিশুদের জন্য একাধিক প্রোফাইল তৈরির ব্যবস্থা রয়েছে। যেখানে শিশুদের পছন্দ মতো গেম এবং ফিচারে প্রবেশ অনুমতি দিয়ে অ্যাপ সিলেক্ট করা যাবে।
অ্যাপটি বিনামূল্যে প্লে স্টোরে ডাউনলোড ঠিকানা: http://bit.ly/1nhO09h অথবা এখানে ।
এই টিউনটি পূর্বে প্রকাশিত হয়েছিল এখানে। ধন্যবাদ সবাইকে।
আমি বিপ্লব কর্মকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।