এন্ডয়েড দিয়েই হিসাব করুন আপনার বয়স। বছর মাস দিন ঘন্টা সেকেন্ডও দেখাবে। সাথে বোনাস চন্দ্র হিসাব তো আছেই।

সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের টিউন শুরু করছি। আশা করি সকলেই অনেক ভাল অাছেন। আজকে আপনাদের সাথে পরিচিত কিন্তু কাজের একটি এপ নিয়ে টিউন ককরব। প্রায়শই আমাদের বয়স হিসাব করতে হয়। এন্ডয়েড এর জন্য বয়স হিসাব করার অনেক এপ থাকলেও তাদের চেয়ে এই এপটি ব্যতিক্রম কারন এটি দিয়ে বছর মাস দিন ঘন্টা সেকেন্ডও হিসাব করা যাবে। 


এর বৈশিষ্ট্যগুলো একটু জেনে নেইঃ

এটি অফলাইনে কাজ করে।
বছর মাস দিন ঘন্টা সেকেন্ডও দেখাবে
চন্দ্রগ্রহণ সম্পর্কে তথ্য জানতে পারবেন।
যে কোন এন্ডয়েডে কাজ করে।
খুব দ্রুত কাজ করে।
সাইজ অনেক কম।
সঠিক বয়স হিসাব করে।
এছাড়াও রয়েছে নানা সুবিধা।





ডাউনলোড লিংক

টিউনটি এখান থেকে নেয়া।

সময় পেলে আমার টেকনোলোজি ওয়ার্ল্ডথেকে ঘুরে আসতে পারেন।
আমার আগের টিউনগুলো যারা মিস কেছেন তারা দেখে নিতে পারেনঃ

 

এবার এন্ডয়েড ধরবে জাল টাকার নোট। জাল টাকার ব্যবসায়ীরা এবার পালাবে কোথায়?

 

অ্যান্ড্রয়েড ফোন অটোমেটিক স্লো হয়ে গেলে কি করবেন? এবার এন্ডয়েড শুধু চলবে না দৌড়াবে!!

 

ছবি দেখেই বলে দিবে আপনার বয়স কত এমন কি আপনি ছেলে না মেয়ে

 

এণ্ডয়েড এর হাই স্পীডের ব্রাউজার Link Bubble Browser ব্যবহার করুন আর পেজ লোড করুন আরো দ্রুত, নিরাপদে ও কম ডাটা ব্যবহার করে

 

মাত্র ৩০ দিনে ইংরজি শিখুন, ইংরেজি ভয় আর নয়

 

এবার আর কিবোর্ড নয় হাতে স্পর্শে বা মুখের আওয়াজ দিয়েই লিখুন

 

২০১৫ সালের সেরা স্ক্রীন লক এপগুলো দেখে নিন আর লক করুন এন্ডয়েড অন্যরকম ভাবে।

 

Level 0

আমি আবু সুফিয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 198 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

moja pelam….khub valo hoyeche,egiye jan.dhonnobad আবু সুফিয়ান

ভাল।

– – – – – – – – – – –
যে কোন ইবুক ফ্রিতে পেতে ঘুরে আসুন http://bnebookspdf.blogspot.com/