ডাউনলোড করে নিন INTERNET SPEED METER PREMIUM (WORKING) রুট আনরুট সবার জন্য

টেকটিউনস এর বড় ছোট ভাই সকলকে জানাই আমার হৃদয়ের অন্তস্থল থেকে উষ্ণ শান্তির বার্তা আসসালামু আলাইকুম।আমি এতদিন যাবৎ সাহস করে আপনাদের মত বস পাবলিকদের সামনে ক্ষুদ্র কিছু তুলে ধরার সাহস পাইনি। যদিও টেকটিউনস এর মত বৃহৎ ব্লগের সাথে বছর খানেক আগেই পরিচিত।

যাই হোক আমি আমার প্রথম ছোট্ট টিউনের মাধ্যমে আপনাদের আজ জনপ্রিয় সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দেব। যদিও আপনারা সবাই এর সফটওয়্যার এর সাথে দীর্ঘদিন ধরে পরিচিত।

সফটওয়্যারটির  নাম - INTERNET SPEED METER PREMIU

টেকটিউনস সহ বিভিন্ন ছোট বড় ব্লগ সাইট যেমন : এপিকে মানিয়া, অনহেক্স ইত্যাদিতে এই সফটওয়্যার টা অনেকেই খুঁজে পাবেন। আমি শিকার করছি এই নিয়ে বহুত টিউনার ভাইয়া অসংখ্য টিউনও করেছেন। তবে আমি নিজেই হয়রানির শিকার হয়েছি। LUCKY PETCHER দিয়ে petch করে আগে চালাইতাম। এখন সব পথ বন্ধ। তাদের সার্ভার আপগ্রেড এর কারণে অনেকেই আমরা LITE ভারশন টি ব্যবহার করি যা অতি বিরক্তিকর এবং কোন রকম কাস্টমাইজেশন ছাড়া। সারাক্ষণ উঠেই থাকে স্পিড মেটারের ওই জিরো।

আজ তাই অনেক খুঁজে সমাধান নিয়ে হাজির হলাম। রুটেড, আনরুটেড সকল এন্ড্রয়েড ভার্শন এ চলবে কোন রকম প্যাচ এর ঝামেলা ছাড়া। তবে হ্যাঁ অবশ্যই এই এপ্স লাইসেন্স চেক করার  জন্য আপনাকে একটি জিমেইল আইডি দিয়ে প্লে স্টোরে লগিন ইনেবল করা থাকতে হবে।

DOWNLOAD করুন সফটওয়্যার টিওপেন করুন "চেকিং লাইসেন্স " লেখাটি প্রদর্শিত হবে। তারপর আপনার সফটওয়্যার টি ইচ্ছেনুযায়ী কাষ্টমাইজ করে ব্যবহার করার জন্য প্রস্তুত। কোন মোডেড গুগল প্লে বা কোন ঝামেলা ছাড়াই চালান।

যদি কোন প্রব্লেম হয় টিউনমেন্ট করবেন। আমি হারানো মানুষ না বা বিলীন প্রজাতি ও না যে হারিয়ে যাবো। অবশ্যই সমাধান দেবার চেষ্টা করব ক্ষুদ্র জ্ঞানের ভান্ডার থেকে। আমি কথা গুলো গুছিয়ে লিখতে পারিনা তাই দু:খিত। যেহেতু প্রথম টিউন আর মোবাইল থেকে টিউন টি করা তাই ছোট বড় ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। পারলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

 

সবাই ভাল থাকবেন আজ এপর্যন্ত। কখনো আবারো হয়ত হাজির হব ভাল কোন কিছু নিয়ে ইনশাআল্লাহ্‌।

 

Level 0

আমি MD SAMIUL ALAM MOON। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাধারণ কাজ করছেন। তবে আমি অনেক আগে থেকেই একটা প্রো ভার্সন ব্যাবহার করছি কোন সমস্যা ছারাই। ১০-১৫ টা এ্যাপ ডাউনলোড একটা পেয়েছিলাম।

ধন্যবাদ ভাই টিউনমেন্ট এর জন্য….. 🙂

আমি কল্পনা করতে পারিনি যে অ্যাপটি সত্যি সত্যি কাজ করবে। আমি দীর্ঘদিন থেকে প্রো ভার্সনটি চালানোর চেষ্টা করেছি কিন্তু কোনভাবেই কাজ করেনি। যখন সিদ্ধান্ত নিয়েছি যে অ্যাপটি কিনে ব্যবহার করবো তখন আপনার এই টিউনটি কাজে লেগে গেলো। কি বলে যে ধন্যবাদ দিবো ভাষা খুঁজে পাচ্ছি না। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা। টেকটিউনসে আপনার মতো টিউনার আরো চাই।

টিউনটিতে অনাকাঙ্খিত অনেক স্পেইস রেখেছেন। এই স্পেইসগুলো বাদ দিলে টিউনটি দেখতে অনেক সুন্দর লাগতো।

    প্রথম টিউন তাই বুঝতে পারিনি…. দু:খিত! অনেক ভাল লাগলো ভাই 🙂 🙂 🙂 অসংখ্য ধন্যবাদ

এইবার আসলেই কাজ করেছে। আগের বার play store disable ছিলো তাই হয়তো কাজ করেনি। অনেক অনেক ধন্যবাদ।।