বইপোকাদের জন্য অ্যান্ড্রয়েড অ্যাপঃ গ্রন্থ

স্টুডিও অ্যারাইভ্যাল থেকে  আজ প্রকাশ হল বইপোকাদের বই পড়ার জন্য বাংলা এন্ড্রয়েড অ্যাপঃ গ্রন্থ।

গ্রন্থ কি ?

মূলত  গ্রন্থ হচ্ছে অনলাইন/অফলাইন ভিত্তিক একটা বই পড়ার প্লাটফর্ম।   যেখানে যে কেউ চাইলে অনলাইনে বই পড়তে পারবে আবার ইচ্ছে করলে পরবর্তিতে পড়ার জন্য অফলাইনে সেভ করে রাখতে পারবে। এক কথায় বলতে গেলে আপনার সাথে করে বয়ে নিয়ে চলা একটা ভ্রাম্যমাণ লাইব্রেরী হচ্ছে এই গ্রন্থ। সেই সাথে থাকছে প্রতিনিয়ত নতুন নতুন বইয়ের সংযোজন। থাকছে মাসিক, সাপ্তাহিক, ত্রৈমাসিক কিংবা কোন বিশেষ দিনে প্রকাশিত তরতাজা ম্যাগাজিন।

তো চলুন প্রথমে দেখে আসি অ্যাপটির 1.0.0 Beta ভার্সনে যে ফিচারগুলো থাকছেঃ

* Wifi কিংবা Data Connection থাকলে অটোমেটিক নতুন প্রকাশিত বই আপনার হোমপেজে চলে আসবে।
* বই পড়তে কিংবা অফলাইনে সেভ করতে খুবই কম পরিমাণ ডেটা খরচ হয়।
* টেক্সট এবং অডিও বুুক সাপোর্ট করে।
* চ্যাপ্টারওয়াইজ বই অফলাইনে সেভ(Book Self) করে রাখতে পারবেন।
* ইচ্ছেমত বই সার্চ করতে পারবেন।
* সম্পূর্ণ বিজ্ঞাপনমুুক্ত
সদ্য প্রকাশিত অ্যাপটিতে বর্তমানে বই যোগের কাজ চলছে। বইয়ের সংখ্যা যদিও এখন কম, তবে পাঠক প্রিয়তা পেলে এটা হতে পারে অনলাইনে সবচেয়ে বড় বাংলা ট্রু ইবুকের প্লারটফরম।
এছাড়া কোন লেখক চাইলে, খুব সহজেই এই প্লার্টফর্মের মাধ্যমে নিজেদের লেখা বই পাঠকদের হাতে তুলে দিতে পারবেন। সে জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে। নিচে  অ্যাপের ডাউনলোড লিংকের সাথে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিংক দেয়া হল।

ডাউনলোড লিংকঃ http://studioarrival.com/grontha-app/

ফেসবুক পেজ লিংকঃ https://www.facebook.com/StudioArrival

আশা করি অ্যপটা সব বইপোকাদের ভাল লাগবে smile

Level 0

আমি জাবেদ ভূঁইয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 192 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

এ পর্যন্ত কতগুল বই আছে লাইব্ররিতে এই app এর ? আমি ৬ টা পাইছি।

    সংযোজন চলছে। ডিরেক্টরিতে এই পর্যন্ত ছয়টাই এড হয়েছে। তবে দু একদিনের মধ্যে আরও বেশ কিছু বই আসছে।

Level New

তারাতারি বেসি বেসি বই যোগ করবেন আশা করি।খুব ভাল একটা app।

Level New

Great!