অ্যান্ড্রয়েডের জন্য নিয়ে নিন তিনটি অসাধারন Launcher আর চারটি Icon Pack. ভাল লাগবেই।।

আসসালামুয়ালাইকুম প্রিয় টেকটিউনস পরিবার।

সবাই কেমন আছেন? আমি আগের মত নেই। কিছুটা ঝামেলায় আছি। আসলে গতকাল পর্যন্ত খুব বেশি ঝামেলায় ছিলাম। কিন্তু আল্লাহর রহমতে এখন সেটা অনেক কম। যাই হোক আর বেশি না বলে চলুন আজকের টিউন সমন্ধে আলোচনা করি।

আসলে আমি খুব বেশি টিউন করি না। কিন্তু যেগুলো করি প্রায় সবই কোন না কোন ডাউনলোড সংক্রান্ত বিষয় নিয়ে। আজও তার ব্যতিক্রম ঘটেনি। হ্যা আজ আমি যে টিউনটা করতে চলেছি সেটা কোন পিসির জন্য না। বরং সেটা আপনাদের স্মার্টফোন নিয়ে। হয়তো আপনারা এর আগেই এটা করেছেন। কিন্তু যারা করেননি শুধু মাত্র তাদের জন্য আমি এই টিউনটা করছি যাতে করে কিছুটা হলেও আপনার ফোন দেখতে ভাল লাগে।  আর এজন্যই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারন ৩ টি লাউঞ্ছার আর ৪ টি আইকন প্যাক। তাহলে চলুন দেখি সেগুলো কি এবং কিভাবে সেট করবেন।

প্রথমেই আমি দেখাচ্ছি লাউঞ্ছার গুলো। আর এখানে সব গুলা আইকন প্যাকই সব গুলো লাউঞ্ছার এ সেট করা যাবে। আমি নিচে লিখে দিব কিভাবে সেট করবেন।

Nova Launcher:

এটা কিন্তু প্রায় সবারই পরিচিত একটা লাউঞ্ছার যারা আমরা স্মার্ট ফোন ব্যবহার করি।

 

nova launcher ডাউনলোড করুন >>>এখান থেকে<<<

 

ADW Launcher:

এই লাউঞ্ছারের সাথে হয়তো আমরা অনেকেই পরিচিত না। কিন্তু ব্যাপার না। এই লাউঞ্ছার টাও অনেক সুন্দর। দেখুন নিচের স্ক্রিনশট।

ADW Launcher ডাউনলোড করুন >>>এখান থেকে<<<

 

Next Launcher:

এই লাউঞ্ছার সমন্ধেও আমরা সবাই ভালই জানি। এটা এক সময়ের বেশ জনপ্রিয় লাউঞ্ছার। এখনো আছে।

Next Launcher ডাউনলোড করুন >>>এখান থেকে<<<

 

লাউঞ্ছার এর পালা আপাতত শেষ। এবার তাহলে দেখুন আইকন প্যাক গুলো।

প্রথমেই AroundLite Icon pack. ছবিটি দেখুন।

AroundLite Icon pack ডাউনলোড করুন >>>এখান থেকে<<<

 

এবার দেখুন এটা। নাম FlatX .নিচের ছবিটি দেখুন।

FlatX Icon pack ডাউনলোড করুন >>>এখান থেকে<<<

 

তার পর দেখুন এটা। Material Pop ছবিটি দেখুন।

Material Pop Icon Pack ডাউনলোড করুন >>>এখান থেকে<<<

 

সর্বশেষ আইকন প্যাক হচ্ছে Crumbled Icons  নিচের ছবিটি দেখুন।

Crumbled Icons ডাউনলোড করুন >>>এখান থেকে<<<

 

এবার তাহলে দেখুন কোন  লাউঞ্ছারে কিভাবে আইকন প্যাক গুলো সেট করবেন।

Nova Launcher:

Go to Nova Settings > Look and feel > Icon Theme > Select your theme

ADW:

On the home screen, press MENU > More > ADWSettings > Themes Preferences > Select your theme

Next:

Press menu on your desktop > Themes  > Phone  > Select your theme

 

তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন। ধন্যবাদ।

 

Level 0

আমি জ্যাক বন্ড। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Nic

সবাইকে ধন্যবাদ। আসলে ব্যাপার হল কি জানেন। এই টিউনটা আমি আমার মেইন আইডি থেকে করেছিলাম। তার পর কিছুক্ষনের মধ্যে আমার টিউনারশীপ স্থগিত করে দেয়। আপনারাই বলুন এই টিউনে কি এমন আছে যার জন্য এ্যাডমিনের মাথায় বাজ পরলো?