আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি আপনাদের দোয়া ভাল আছি।
আপনার ফোন রুট করেছেন ? কিন্তু কোন লাভ হল না? দেখুন তাহলে রুট করার মজা।
আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম কয়েকটি রুট অ্যাপ যা আপনাদের ফোন রুট করাকে সার্থক করে তুলবে। তাহলে দেখে নিন কি কি আছে আজ
১। Device Control: আপনি CPU ও GPU ফ্রিকোয়েন্সি, কম্পন শক্তি, তাপমাত্রা, ভোল্টেজ নিয়ন্ত্রণ, এবং কার্নেল সহ এই অ্যাপ্লিকেশন দিয়ে সব ধরণের সেটিংস বদলাতে পারেন. আরও আছে অ্যাপ্লিকেশন ব্যবস্থাপনা সমর্থন এমনকি একটি অটোমেশন বৈশিষ্ট্য, এবং সিস্টেম কনফিগারেশন এডিটর সব বিল্ট ইন ফাইল একটি সম্ভাব্য শক্তিশালী অ্যাপ্লিকেশন.
২।System App Remover: যারা রুট করতে চান সর্বপ্রথম সিস্টেম অ্যাপ রিমুভ করতে চান েবং bloatware থেকে নিজেদের মুক্ত করা এবং এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনি সবকিছু আনইনস্টল করতে পারেন. তাদের পুনরায় সংগঠিত, একযোগে একাধিক অ্যাপ্লিকেশান আনইনস্টল করতে পারেন. এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার আনিন্সটল করা অ্যাপ এর ব্যাক আপ করে রাখে বলে আপনি এটা ট্রাই করতে পারেন
৩। System Tuner: আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথে ঠিক কি ঘটছে বিশ্লেষণ এবং এই অ্যাপ্লিকেশন এর সঙ্গে সুর মিলিয়ে এর কর্মক্ষমতা tweaks করতে পারেন। tweak CPU settings, kill background processes and apps, backup and restore apps and their settings, tweak cache and memory settings করতে পারেন এওবং তাদের সেটিংস পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে পারেন কিন্তু আপনি পরিবর্তন করে শুরু করার আগে কিছু সাবধানতা অবলম্বন করতে পারেন.
৪। adblock root app: সেট এর ব্রাউজার থেকে শুরু করে সব এড অফ করে। দারুন কাজের অ্যাপ
5.Quick Boot (Reboot):এটার নাম দেখেই বুজতেছেন এর কাজ কি। এটা তারাতারি বূট মানে রিস্টার্ট করতে পারে এবং সহজে ডাটা সেভ করে ফোন রিস্টার্ট করে
6.SuperSU:এটা আপনার রূট করার পর পাওয়া SuperSU
এর থেকে অনেক বেশী কাজ করবে।
7.Titanium Backup:খু গুরুত্বপুর্ন অ্যাপ। আপনার ফোনের সব কিছু ব্যাক আপ করতে পারবেন যা পর্বতি তে আগের মত করে দেবে
৮.Flashify ঃ এর মাদ্ধমে আপনারা আপনাদের ফোনে কাস্টম রোম ইন্সটল করতে পারবেন। সাথে আরও অনেক কিছু করতে পারবেন। সাথে আপনার ফোন এর ফুল ব্যাক আপ করতে পারেন।
এটা খু এফেক্টীভ এবং সহজে ব্যবহারযোগ্য
৯.Full!Screen: এটার দ্বরা আপনারা আপনার ফোনের ফুল স্ক্রীন ইউস করতে পারবেন। এটা আপমার সফট কি এবং notification bar কে হাইড করে এবং ইচ্ছা মত যেখা ইচ্ছা সেখানে সফট কি স্থাপন করতে পারবেন । সাথে notification bar কাস্টমাইজ করতে পারবেন
১০.GMD Auto Hide Soft Keys:এটাও ফুল স্ক্রীন এর মত এবং দেখুন আপনার কোনটা ভাল লাগে। দুইটার ই আলাদা আলাদা ফিচার
১১.Greenify:রুট করার সবথেকে বড় উপকার হল এই অ্যাপ। এটি আপনার battery সহজে চার্জ হতেই দেবে না। ব্যাটারি কম যাবার আসল স্বাদ এই অ্যাপ যা শুধু রূট করলেই বুঝবেন।
আমি আসিফ রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 133 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব সুন্দর