বাংলাদেশি (চট্টগ্রামের) ডেভেলপারের গেম “Rescue Piglet” খেলুন

এই গেইমটি তৈরি হয়েছে একটি ছোট সুন্দর পিগকে নিয়ে। যাকে কিছু সাজানো বাক্সের উপরে আটকে রাখা হয়েছে। কিছু বক্সকে টাচ করে ভাঙ্গা যায়, আর কিছু বাক্সকে হাতুড়ি দিয়ে ভাঙ্গতে হয়। আর কিছু আছে যা পিগের সাথে লাগলে ইলেক্ট্রিক শক দেয় এবং নির্দিষ্ট সময় ধরে শক লাগলে পিগ মারা যায়। যে বক্সগুলোতে সবুজ ভুমি আছে, সেগুলো পিগের জন্য নিরাপদ। গেইমটির লক্ষ্যই হচ্ছে পিগটিকে সেই বক্সের উপর আনা। পিগটিকে বোম আর হাতুড়ির সাথে লাগানো যাবেনা, লাগলে মারা যাবে।

গেইমটিতে ২৮ টি লেভেল আছে। এছাড়া ২ টি মোডে খেলতে পারবেন - ইজি এবং হার্ড। হার্ড মোডে কিছু দুষ্ট পাখি আসবে যারা পিগটিকে খোঁচা মেরে ফেলে দিবে। পাখিগুলোকে টাচ করে মারতে হবে। তখন পিগকে কে বাঁচানো একটু কঠিনই হবে। প্রতিটি লেভেল খেলতে হবে পরবর্তী লেভেল আনলক করার জন্য। প্রতিটি লেভেল তার আগের লেভেলের চেয়ে একটু কঠিন। অবসর সময় কাটানোর জন্য গেইমটি ডাউনলোড করতে পারেন এবং খেলতে পারেন। গেইমটি যথেষ্ট চ্যালেঞ্জিং।

আপনাদের ভাল লাগলে আশা করি রেটিং দিতে ভুলবেনা। গেইমটির আপডেটের জন্য যদি কোন সাজেশন থাকে তবে টিউমেন্ট এর মাধ্যমে জানাবেন। আপনাদের ভালো লাগলে এবং খেললে আমরা উৎসাহ পাবো আরো ভাল গেইম বানানোর জন্য।

প্লে স্টোরের লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=com.lioncoders.rescuepiglet

গেইমের ভিডিওঃ

Rescue Piglet

Rescue Piglet

আমাদের অন্যান্য এপস এবং গেমস দেখতে হলে আমাদের ওয়েবসাইট ভিসিট করতে পারেন।

ওয়েবসাইটঃ http://www.lion-coders.com

ফেসবুক ফেজঃ https://www.facebook.com/lioncoders

Level 0

আমি তারিক ইকবাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস