আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি আপনাদের দোয়া ভাল আছি।
আপনার ফোন রুট করেছেন ? কিন্তু কোন লাভ হল না? দেখুন তাহলে রুট করার মজা।
আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম কয়েকটি রুট অ্যাপ যা আপনাদের ফোন রুট করাকে সার্থক করে তুলবে। তাহলে দেখে নিন কি কি আছে আজ
1.Flashify ঃ এর মাদ্ধমে আপনারা আপনাদের ফোনে কাস্টম রোম ইন্সটল করতে পারবেন। সাথে আরও অনেক কিছু করতে পারবেন। সাথে আপনার ফোন এর ফুল ব্যাক আপ করতে পারেন।
এটা খু এফেক্টীভ এবং সহজে ব্যবহারযোগ্য
2.Full!Screen: এটার দ্বরা আপনারা আপনার ফোনের ফুল স্ক্রীন ইউস করতে পারবেন। এটা আপমার সফট কি এবং notification bar কে হাইড করে এবং ইচ্ছা মত যেখা ইচ্ছা সেখানে সফট কি স্থাপন করতে পারবেন । সাথে notification bar কাস্টমাইজ করতে পারবেন
3.GMD Auto Hide Soft Keys:এটাও ফুল স্ক্রীন এর মত এবং দেখুন আপনার কোনটা ভাল লাগে। দুইটার ই আলাদা আলাদা ফিচার
4.Greenify:রুট করার সবথেকে বড় উপকার হল এই অ্যাপ। এটি আপনার battery সহজে চার্জ হতেই দেবে না। ব্যাটারি কম যাবার আসল স্বাদ এই অ্যাপ যা শুধু রূট করলেই বুঝবেন।
5.Quick Boot (Reboot):এটার নাম দেখেই বুজতেছেন এর কাজ কি। এটা তারাতারি বূট মানে রিস্টার্ট করতে পারে এবং সহজে ডাটা সেভ করে ফোন রিস্টার্ট করে
6.SuperSU:এটা আপনার রূট করার পর পাওয়া SuperSU
এর থেকে অনেক বেশী কাজ করবে।
7.Titanium Backup:খু গুরুত্বপুর্ন অ্যাপ। আপনার ফোনের সব কিছু ব্যাক আপ করতে পারবেন যা পর্বতি তে আগের মত করে দেবে
আশা করি আপনারা উপক্রিত হবেন। সব ফাইল কাজ করবে। এবং কোনো প্রশ্ন থাকলে করবেন। কিন্তু বিসয়ের বাইরে কেউ কিছু বলবেন না, যেমন লিঙ্ক কাজ করে না, অ্যাপ কাজ করে না, কারও কাছে আগের থেকে থাকলে ভাল কিন্তু অন্যদের নিরুতসাহিত করবেন না।
আমি আসিফ রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 133 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল লাগল