আসসালামু আলাইকুম, আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের টিউন শুরু করছি। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভাল আছেন সৃষ্টিকর্তার রহমতে। যাই হোক এবার কাজের কথাই আসি। আমি আজকে আপনাদের সামনে যে গেইমটি নিয়ে হাজির হয়েছি তার নাম হল Bajrangi Bhaijaan.।গেইমটি ৭ আগস্ট ২০১৫ Google Updated হয়।গেইমটি একথায় আসাধারন।একবার খেলা শুরু করলে শেষ না হ্ওয়া পর্য্ন্ত উঠতেই চাইবেন না।গেইমটি খেলতে হলে আপনাদেরকে বুদ্ধি খাটাতে হবে। গেইমটির শুরুতে “মুন্নি” আসবে আপনাদের সামনে,যেখানে “মুন্নি” রেল ইস্টিশনে রাতে একদম একা থাকবে।আপনাকে “মুন্নিকে” সামনে এগিয়ে নিয়ে যেতে হবে,সফল ভাবে নিতে পারলে প্রথম পর্ব্ শেষ হবে।২য় পর্ব্ “সাল্লু ভাই” মানে আমাদের সবার প্রিয় সালমান খান আসবে।যেখানে “মুন্নিকে” গুন্ডাদের হাত থেকে বাচাতে হবে এবং ৬০ পয়েন্ট নিতে হবে আপনাদের।বেশি বক বক করে ফেলেছি আর না আপনারা ও মনে হয় খুবই বিরক্ত,আর বক বক করবনা।তাহলে আর দেরি ডাউনলোড করে ফেলেন Bajrangi Bhaijaan Hindi Movie Game।আর নিজে হয়ে জান,আর “মুন্নিকে” পৌছেদেন তার মমতাময় মার কাছে।
গেইমটির Size মাএ ৪৮ মেগাবাইট।
FileSize : 47.6 MB
Current Version : 2.3
Requires Android : 2.3 & UP
Google Store Updated : 7 August 2015
গেইমটি কেমন লাগলো আশাকরি জানাতে ভুলবেননা আমাকে 😛
আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর অবসর সময় কাটান গেইম খেলে।
লেখাটি সর্বপ্রথম প্রকাশিত হয় এখানে
এই সব আরও ভাল ভাল গেইম ডা্উনলোড করার জন্য ভিজিট করুন এখানে
এছাড়াও যেকোন গেইম জন্য ফেসবুক লাইক করুন। আপনার গেইমটি রিকোয়েস্ট করুন, পেয়ে যাবেন গেইমটি আসা করি। তাই এখন ই রিকোয়েস্ট করুন। ডাউনলোড লিঙ্ক কাজ না করলে আমাকে জানাবেন আমি ঠিক করে দিব।
আমি Rashedul Haque Lipu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 77 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খেলে দেখি কেমন
ধন্যবাদ