Dubsmash App নিয়ে কিছু ভুল কথাঃ
১. অনেকেই মনে করে এটি ব্যবহার করলে অধিক মেগাবাইট কাটবে, আসলে সত্যিকার এ তা না, খুব অল্পই।
২. অনেকে ভাবে নিজের ইচ্ছা মত Voice বা Music ব্যবহার করা যায় না, কিন্তু করা যায়। নরমাল ভাবেই, কোন ট্রিক এর প্রয়োজন নেই।
৩. অনেকে মনে করে ভিডিও তৈরী করার পর ডাউনলোড করতে হয়, কিন্তু এটাও না।
৪. অনেকে ভাবে ভিডিও তৈরী করার পর সরাসরি Dubsmash এর অফিশিয়াল সাইটে আপলোড হয়ে যায়। আসলে তাদের অফিশিয়াল সাইটে এরকম কোন কিছুই নাই। আপনার ইচ্ছা হলে শেয়ার করবেন, না হলে করবেন না। তাই privacy এর কোন ভয় নেই।
এইগুলো হল সবার ভুল ধারনা।
যাক, Dubsmash নিয়ে এত কথা,
তাই Dubsmash App এর ডাওনলোড লিংকটা দিয়ে যাই। 😆
ভুল হলে কিছু করার নাই। আজ এ পর্যন্ত ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন। আপনাদের উপকার ই আমাদের সত্যি কারের সাফল্য।
আমি মৃদুল আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার Dubsmash ভিডিও গুলো শেয়ার করুন বাংলাদেশি ভিডিও ওয়েবসাইটএ http://www.aroVideo.com