আন্ড্রয়েড এর জন্য পেইড এপ ফ্রিতে নামানোর ৪টা অসাধারন এপস নিয়ে নিন

সবাইকে আমার সালাম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে এলাম ৪টা অসাধারন এপ যার মাধ্যমে আপনি আন্ড্রয়েড এপ্লিকেশন ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।

1) Blackmart: এই এপের মাধ্যমে আপনি খুব সহজেই পেইড এপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন। যেমন Football Manager Handheld 2015 এর মূল্য প্লে স্টরে দেয়া আছে ৯$।

আপনি ব্লাকমার্ট ওপেন করে Football Manager Handheld 2015 লিখে সার্চ দিন।

এবার এপটিতে ক্লিক করে ইন্সটল এ ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে।

 BlackMart DownLoad Link 

2) Aptoide: পেইড এপ নামানোর জন্য এটাও কার্যকারি এপ। যে এপ নামাবেন তা সার্চ বাটনে লিখে সার্চ করুন।

যদি কাঙ্কিত এপ এই স্টরে না থাকে তাহলে অন্য স্টরে সার্চ করতে বলবে। সেখানে ক্লিক করুন।

এবার এপ এ ক্লিক করুন। ইন্সটলে ক্লিক করুন।

এবার আপনার এপ ডাউনলোড হওয়া শুরু করেছে।

 Aptoide Download Link

3) GetApk: এই এপের মাধ্যমেও পেইড এপ ডাউনলোড করা যায়। প্রথমে আপনার কাঙ্খিত এপটির নাম লিখে সার্চ বাটনে ক্লিক করুন। তারপর গেট এ ক্লিক করুন।

এবার নিচের ছবির মত আপনাকে অনেক গুলো ডাউনলোড লিংক দেখাবে, আপনি আপনার ইচ্ছামত একটি ক্লিক করুন।

এবার স্কিপ থিস এড এ ক্লিক করুন।

আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে।

GetApk Download Link

4) 4Shared: এই এপের মাধ্যমেও খুব সহজে পেইড এপ নামানো যায়। এপ ওপেন করে আপনার কাঙ্খিত এপ্সের নাম লিখে সার্চ করুন।

পেয়ে গেলে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে উপভোগ করুন।

4Share Download Link 

 

সবাই ভালো থাকবেন।

খোদাহাফেজ।

আমার ক্ষুদ্র ব্লগ

আমার ক্ষুদ্র সাইট

Level 2

আমি সাজিদ সাজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Ami sob guloi use kori. Khub mojar. onek app pawa jay. Dhonnobad share korar jonno

Level 0

paid app পিছিতে ডাউনলোড করার কোন লিংক বা উপায় আছে??

Level 1

ধন্যবাদ সাজিদ ভাই, মনেহয় অনেকদিন পর।

সুন্দর!