বন্ধুরা কেমন আছেন, আশা করি ভালই আছেন। অনেক দিন পরে টিউন করতে বসলাম।
আমরা যারা এইচডি রেসিং গেম খেলতে পছন্দ করি তারা সবাই জানি যে, এইচডি যেকোনো গেম খেলতে গেলে এপিকে ফাইলের সাথে এসডি ডাটা ফাইল লাগে যা কিনা অনেক মেগাবাইট খরচ করে ডাউনলোড করতে হয়।
তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুন একটি এইচডি রেসিং গেম Asphalt Nitro, তাও আবার মাত্র ১৪ মেগাবাইটের! কোন প্রকার SD ডাটা ফাইল ডাউনলোড করা লাগবে না।
শুধু প্রথমবার গেম প্লে করার সময় নেট কনেকশন অন রাখতে হবে।
গেমটির ফিচার সমূহ ও স্ক্রীনশট দেখানো হলঃ
সুন্দর গ্রাফিক্স এবং একটি অনন্য বাস্তবানুগ পদার্থবিদ্যা ইঞ্জিন উপলব্ধ। মোবাইলে সবচেয়ে তীব্র রেসিং খেলার জন্য প্রস্তুত। উত্তেজনাপূর্ণ পরিবেশে বিলাসিতার সাথে গাড়ি নিয়ন্ত্রণের মজা নিন!
***এক নজরে ফিচার সমূহঃ
আরও দারুন দারুন সব ফিচার রয়েছে গেমটিতে, খেললেই বুঝতে পারবেন।
স্ক্রীনশট দেখে নিনঃ
তো আর দেরি না করে এখনি ডাউনলোড করে নিন।
ধন্যবাদ, ভাল লাগলে টিউমেন্ট করবেন।
আমি Mitu_khan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালইতো দেখাইলেন মিয়া, এই রকম Online Game Play Store এ ঢের আছে। Online Game ই যদি খেলি তাহলে Asphalt 8 নয় কেন??