আমার সালাম নিবেন। আশা করি আপনারা সকলে ভাল আছেন। বন্ধুর আমিও আপনাদের দোয়া নিয়ে ভাল আছি। বন্ধুরা আজ আমি আপনাদের সাথে একটি ব্রাউজার নিয়ে আলোচনা করবো। বন্ধুরা আমরা অনেকে ইউসি ওয়েব ব্রাউজারের নাম শুনেছি। কিন্তু সময়ের অভাবে ল্যাপটপ বা ডেক্সটপ কম্পিউটারে ব্যবাহর করতে পারছি না। শুধু মাত্র স্মার্ট ছাড়া কোন সিষ্টেম ব্যবহার করতে পারতাম না। তো এখন আর ভাবারা কোন কারণ নাই আপনারা এখন অনায়াসে ব্যবহার করতে পারবেন। তো শুরু করা যাক!
অ্যাপলের আইওএস ও উইন্ডোজ ডেস্কটপ ব্রাউজার হিসেবে ইউসি ওয়েব ব্রাউজারের নতুন দুটি হালনাগাদ সংস্করণ আনল ব্রাউজার নির্মাতা ইউসি ওয়েব। খবর আইএএনএসের।
ইউসি ওয়েবের ব্যবসা বিভাগের র্কমকর্তা কেনি ওয়াইহি বলেন, এখন মাল্টিস্ক্রিনের যুগ, দৈনন্দিন জীবনে বিভিন্ন ডিজিটাল যন্ত্র আমাদের ঘিরে রাখে। স্মার্টফোন দিয়ে দিন শুরু হয় আর ল্যাপটপ দিয়ে শেষ। ইউসি ব্রাউজারের মাধ্যমে বিভিন্ন স্ক্রিনেই একই রকম উন্নত ব্রাউজিং অভিজ্ঞতা পাওয়া যাবে।
কেনি ওয়াইহি আরও বলেন, ইউসি ব্রাউজারটিকে বর্তমান ট্রেন্ড বা ধারা অনুযায়ী আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহার উপযোগী করে তৈরি করছে। পিসিতে এই ব্রাউজার ব্যবহারকারীরা এখন থেকে ইউসিওয়েবের ক্লাউড সেবা ব্যবহারের বিশেষ প্রযুক্তি সুবিধা পাবেন।
নতুন ব্রাউজার দিয়ে দ্রুতগতির ক্লাউড সুবিধার পাশাপাশি ডেটা কম্প্রেশন বা মোবাইলে কম ডেটা খরচে ব্রাউজিং অভিজ্ঞতা ব্যবহারকারী পাবেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা। তিনি দাবি করেন, ব্রাউজিংয়ের গতি বাড়িয়ে নতুন ইউসি ব্রাউজার ৫০ শতাংশ পর্যন্ত ডেটা সংকোচন করতে সক্ষম।
ইউসি ব্রাউজার For Android এখানে ক্লিক করুন।
আমি জুলফিকার ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Android er uc mini 10.3.0 version ti 20% faster bola hochse & 30 % data saving….