আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আজ একটা টিউন করতে বসেছি। যদি এই টপিক নিয়ে আগে টিউন করা হয়ে থাকে তবে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।
Android ফোনের বিরক্তিকর দিকগুলোর মধ্যে একটি হলো ব্যাটারিতে চার্জ কম থাকা। অনেকের হয়তো দিনে ২বার চার্জ দিতে হয়। আমিও ভুগছি এই যন্ত্রায়। Android এর ব্যাটারি প্রচুর পরিমানে চার্জ নস্ট করার জন্য দায়ী হলে কিছু সফ্টওয়ার background এ সচল অবস্থায় থাকে বা আপনি সেগুলোকে বন্ধ করলেও randomly restart হয়। আমি ব্যক্তিগত ভাবে অনেকগুলো Battery Saver ব্যবহার করেছি এমনকি greenify ও ব্যবহার করেছি। greenify টা মোটামুটি ভালো তবে রুট করা ফোনের জন্য অনেক ভালো। কিন্তু ননরুটেড ফোন ব্যবহার করছেন তাদের ভোগান্তির শেষ নেই। তবে গতকাল একটা সফ্টওয়ার ব্যবহার করলাম যেটা আসলেই অনেক ভালো কাজ করে। facebook, facebook messenger, email বা social media সফ্টওয়ার গুলো randomly restart হয়। randomly restart হওয়া সফ্টওয়ারগুলোকে deep sleep করে। আর যদি সেটা না করতে পারে তাহলে ও নিজেই কিছুক্ষন পরপর সেগুলোকে বন্ধ করে দেয়। আপনি যদি ইচ্ছে করেন যে কিছু সফ্টওয়ার advanced task manager deep sleep করবে না তাহলে আপনি সেটা সহজেই করতে পারেন। ignore list আছে, যার মাধ্যে আপনি সহজেই কাজটা করতে পারেন॥
প্লেস্টোর লিংক: Advanced Task Manager
প্লেস্টোরে এটার user manual ভিডিওতে দেওয়া আছে। সেটিংস গুলো একটু দেখে নিলে হয়তো আপনাকে কিছুটা হলেও সাপোর্ট দেবে।
ধন্যবাদ।
আমি Shetu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনলাইনে আয়ের সহজ পথ, http://www.pvtraffic.com/?r=polashpks রেজিস্ট্রসান করুন,
ইমেলে পাসওয়াড যাবে কপি করুন, লগিন করুন, সবচে বড় কথা এরা ১০০% রেফার কমিসন দেয়