টেম্পল রান গেমটি এন্ড্রয়েড প্রেমীদের জন্য খুবই পছন্দের একটি গেম। আকর্ষণীয় গ্রাফিকস ডিজাইন এবং চমৎকার মিউজিকের ব্যবহার গেম পাগল মানুষকে মুগ্ধ করবেই। ধৈর্যশীল গেমারুর জন্য নতুন করে খেলা শুরু করা ব্যাপার না। তবে অধিকাংশ মানুষ এক্সট্রা লাইভ নিয়ে সেখান থেকে শুরু করতে চায়। এর জন্য দরকার হয় জেম বা মনিমুক্তার। ডায়মন্ড শেপের এই জেম আপনি দৌঁড়ের মাঝখানে অর্জন করতে পারবেন। আজ আমি আপনাকে সহজ একটি টিপস দিবো যার সাহায্যে আপনি নয়শত নিরানব্বই মিলিয়ন জেমের মালিক হয়ে যেতে পারবেন। অবশ্য বন্ধুদের সামনে বাহাদুরি করে দেখাতে পারবেন না যে আপনি এত জেমের মালিক। কারণ সবাই এসব চিট এর খবর রাখা শুরু করেছে আজকাল। অনেক কথা হলো। ঝটপট সরল বাংলায় বলে যাবো। না পারার কোন কারণ নেই।
১। ফোনে Temple Run Oz গেমটি ইনস্টল করা আছে নিশ্চয়। না থাকলে গুগল প্লে থেকে নামিয়ে নিন অথবা শেয়ার ইট যখন আছে তখন পার্শ্ববর্তী কারও মোবাইল থেকে নিয়ে নিতে পারেন।
২। গেমটি অন্তত একবার খেলুন।
৩। অনেক এন্ড্রয়েড ফোনে ফাইল এক্সপ্লোয়ার খুবই জঘন্য মানের। আপনার ফোনে ডাটা দেখা যায় এমন কোন ফাইল এক্সপ্লোরার ইউজ করুন। যেমন Es file explorer, F-Base। আমি Es file explorer ব্যবহার করি। গুগল প্লেতে পাবেন।
৪। লাগলে এপ সেটিংসের হিডেন ফাইল কে শো করে দিন।
৫। অতঃপর ক্রমানুসারে যানঃ sdcard >> Android >> data >> com.disney.TempleRunOz.goo >> files। যাদের ফোনে ইন্টারন্যার এক্সটারন্যাল মেমরি কার্ডের ব্যাপার আছে তারা sdcard0, sdcard1 ইত্যাদি সব চেক করতে ভূলবেন না। যে কোন এক কার্ডে আছে।
৬। "android_settings.oz" এর উপর আঙুল জোরে চেপে ধরুন। সাবধান। আবার না শেষে ডিসপ্লে ভেঙে যায়। অনেকগুলো অপশান আসবে। "View as text" নির্বাচন করুন
৭। মেন্যু কি চেপে "Edit" ক্লিক করুন। অনেক কিছু লেখা। মাথা ঘুরে যাবে। নিচের মত করে বদলে নিন "bestScore":1000000000, "bestCoinScore": 1000000, "bestSpecialCurrencyScore": 100000, "bestDistanceScore":10000000। আপনার ইচ্ছে মত সংখ্যা বসাতে পারেন। যত বসাবেন তত জেম পাবেন। অতঃপর ফাইলের সব তথ্য কপি করে ক্লিপ বোর্ডে নিন এবং সেভ করুন।
৮। একই ভাবে stat.sav ফাইলকে এডিট করুন। সহজ বুদ্ধি হচ্ছে এডিট বাটন চেপে সব মুছে ফেলে আগে থেকে কপি করা ডাটা এখানে পেস্ট করে সেভ করুন।
৯। কেল্লা ফতে। আপনি এখন ৯৯৯৯৯৯৯ জেমের মালিক। কয়েনও আছে প্রচুর। স্টোর থেকে ইচ্ছে মত কেনাকাটা করুন। Temple Run Oz প্লে করুন। এবার যত খুশী গর্তে পড়ুক, ভ্যাম্পায়ারে নিক নো টেনশান। জাস্ট দৌঁড়াতে শুরু করুন এবং দেখুন এই দৌড়ের শেষ কোথায়।
অনেক দিন পর ফ্যান অভ এন্ড্রয়েডদের জন্য লিখতে বসলাম। আশা করি তাদের এই লেখাটি ভালো লাগবে।
আমি সরদার ফেরদৌস। Asst Manager, Samuda chemical complex Ltd, Munshiganj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 94 টি টিউন ও 463 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি ফেরদৌস। জন্ম সুন্দরবনের কাছাকাছি এক জনপদে। ইসলামি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে লেখাপড়া করেছি এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। এরপরে চাকরি করছি সামুদা কেমিকেল কমপ্লেক্স লিমিটেডের উৎপাদন বিভাগে সহকারী ম্যানেজার হিসেবে। এছাড়া আমি বাংলা উইকিপিডিয়ার একজন প্রশাসক।
ধন্যবাদ