আসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহ্র রহমতে ভালো আছেন। আমি ও ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করবো খুবই কাজের একটি অ্যাপ।
আজ আপনাদের জন্য একটা স্পেশাল ডাউনলোড ম্যানেজার নিয়ে আসলাম। যা আপনার ফাইলকে ১২টি ভাগে ভাগ করে একসাথে বারটি ধারায় ডাউনলোড করতে থাকে। যার ফলে ফাইল টি ১২গুন দ্রুত ডাউনলোড হয়।আপনি এই ভাগ করাকে নিয়ন্ত্রনও করতে পারেন। (সর্বচ্চ ১২)। আচ্ছা নাম জানতে চাচ্ছেন তো? অ্যাপ টির নাম হচ্ছে লোডারড্রয়েড যার গুগল প্লে রেটিং ৪.৭।
লোডারড্রয়েডের সুবিধাসমূহঃ
♦ আনলিমিটেট রিজিউম সাপোর্টেড।
♦ ব্যাটিরি শেষ হয়ে গেলে অটোমেটিক রিজিউম হয়।
♦ এন্ড্রয়েড ডিফল্ট ব্রাউজার সহ অন্যান্য ব্রাউজার থেকে লিংক সংগ্রহ করে।
♦ ওয়াই-ফাই, ৩জি সহ যে কোন কানেকশন দিতে পারবেন সর্বচ্চ ১২পার্টে ফাইল ডাউনলোড সম্পন্ন করে।
♦ যেকোন ফরম্যাট এর ফাইল ডাউনলোড করতে সক্ষম।
ডাউনলোড লিঙ্ক - এখানে ক্লিক করুন।
এছাড়াও আরো অনেক সুবিধা রয়েছে এই ডাউনলোডার টিতে। যা আপনি ব্যবহার করে দেখতে পারেন। অ্যাপ টির সাইজ মাত্র ২.৭৩ মেগাবাইট, তাই ডাউনলোড করে দেখতে সমস্যা নেই।
তো বন্ধুরা আজ কে এই পর্যন্ত আবার অন্য কোনো দিন হাজির হব অন্য কোনো টিউন নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।
টিউনটি প্রথম প্রকাশিত হয় এখানে।
আমার অন্যান্য টিউন গুলো দেখতে পারেন।
১। ডাউনলোড করে নিন আপনার প্রয়োজনীয় ১০ টি সফটওয়্যার এর সর্বশেষ ভার্সন।
আমি শারলোক হোমস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ebare tui amr tune ta copy paste korli ? ekhon link dite parchi na tbe dekh adm er tune Ami DC ki na