সবাই কেমন আছেন। আশা করি সকলে ভালোই আছেন। আজকের টিউনটি কি নিয়ে তা তো হেডিং দেখে বুঝেই ফেলেছেন। যাইহোক কথা না বাড়িয়ে টিউন শুরু করি।
টিউনটি করার পূর্বে সকল টিউনার ভাইদের কে বলতে চায় দয়া করে কোনো খারাপ টিউনমেন্ট করবেন না। যদি কোনো প্রকার ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আর যদি টিউনটি ভালো লাগে তাহলে অবশ্যই টিউনমেন্ট করবেন। কারণ আপনাদের টিউনমেন্ট পেলে আরো নতুন টিউন করতে ইচ্ছা করে।
সেলফি তুলতে কে না ভালোবাসেন। কিন্তু সব সেলফি কি মনের মত হয়? হয় না। আর তাইতো মনের মত সেলফি তুলতে এলো অ্যাপ। অ্যাপটির নাম বেস্টি (Bestie)। অ্যাপটি দিয়ে মনের খায়েশ মিটিয়ে সেলফি তোলা যাবে।
সেলফি তে ভালো লুক পাওয়াটা সব সময় সহজসাধ্য নয়। এই অ্যাপটি ডাউনলোড করে সেলফি সমস্যার দুর্দান্ত সমাধান পাবেন। এই অ্যাপটিতে সেলফ পোর্ট্রেট তোলার জন্য ২২টি মুড ফিল্টার আছে।
পুরুষের তুলনায় মহিলারাই সেলফি বেশি তোলেন। আর তাইতো এই অ্যাপটিতে রয়েছে ২৬টি মুডের একটি ট্যাপ ফিল্টার। প্রতিটির নামও দেওয়া হয়েছে বিভিন্ন মহিলার নামে। অটো নয়েজ রিডাকশন ফাংশনের সাহায্যে সেলফি তোলা দেখাবে কম আলোয় তোলা ছবির মতো।
এটির ভিগনেট বা ব্লার এফেক্টের সাহায্যে বদলানো যাবে সেলফির ফোকাস। অ্যাপ ব্যবহার করে তুলতে পারবেন ছবি, আবার গ্যালারি থেকে ছবি টেনে এনে অ্যাপের সাহায্যে এডিটও করতে পারবেন।
এই অ্যাপের স্লাইডার বারে রয়েছে স্কিন স্মুতনেস, অ্যাকনে কন্ট্রোল, ফেস স্লিমিং, আই এনলার্জমেন্ট, নোজ স্লিমিংয়ের মতো অপশনও। আইওএস ও অ্যান্ড্রয়েড দুটি প্ল্যাটফর্মেই ডাউনলোড করা যাবে এই সেলফি অ্যাপ।
আমি শাহিদ আক্তার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 121 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের সম্পর্কে বলার তেমন কিছুই নেই, খুব সাধারন একটি ছেলে। লিখাপড়া করছি কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। ছোটবেলা থেকেই টেকনোলোজির প্রতি ভীষণ আগ্রহ ছিল। তাই শেষপর্যন্ত টেককেই বেছে নিয়েছি পথ চলার সঙ্গী হিসেবে। ভালবাসি কম্পিউটার সংক্রান্ত নতুন কিছু শিখতে। আমার মতে, আমার শেখা তখনই স্বার্থক হবে যখন সেটা আমি আরেকজনের...